• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিহারের পর 'মিশন ২০২১', বাংলার মাটি থেকে ঘাস-ফুল ছিঁড়ে পদ্ম ফুল ফোটাতে জমি তৈরি বিজেপির

বিহারে সম্পন্ন হল বিধানসভা নির্বাচন। এদিন শেষ দফার নির্বাচনে মোট ৭৮টি আসনে ভোট গ্রহণ হয় সেরাজ্যে। যদিও ফল প্রকাশ হতে দেরি আছে আরও কয়েকদিন। তবে এরই মধ্যে ফের ময়দানে নেমে পড়েছে বিজেপি শিবির। এবার লক্ষ্য অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল। মিশন ২০২১-এ এসব রাজ্যে পদ্ম ফোটানোর লক্ষ্যে ঝাঁপানোর রূপরেখা তৈরি করছে গেরুয়া শিবির।

এনডিএ জোটের জয় নিয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ

এনডিএ জোটের জয় নিয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ

দুই দিনের বাংলা সফরে এসে বিহারের এনডিএ জোটের জয় নিয়ে আত্মবিশ্বাসী শোনায় অমিত শাহকে। তিনি বলেন, 'বিহারে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। এডিএর নেতা নীতীশ কুমার শপথগ্রহণ করবেন।' তবে নীতীশ কুমারের অবসর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অমিত শাহ। বদলে বিহারের ধাঁচে বাংলা দখলের মাস্টারপ্ল্যান তৈরি করে দিয়ে গেলেন অমিত শাহ।

মিশন ২০২১

মিশন ২০২১

এদিকে শুধু বাংলা নয়, অসম, কেরল, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। তামিলনাড়ুতে হিন্দুত্বের ঢেউ তুলতে ভেত্রিবেল যাত্রা শুরু করে বিজেপি। এআইএডিএমকে-র নিষেধাজ্ঞা সত্ত্বেও ধর্মের নামে রাস্তায় নামে গেরুয়া শিবির। এদিকে অসমে নতুন করে এনআরসি করার ডাক দিয়ে সংগঠনকে চাঙ্গা করতে চাইছে বিজেপি।

দলের অন্দরে থাকা বিভেদ দূর করতে সচেষ্ট অমিত শাহ

দলের অন্দরে থাকা বিভেদ দূর করতে সচেষ্ট অমিত শাহ

তবে অসমের গদি বাঁচানোর লড়াই থেকে বাংলায় মন বেশি বিজেপির। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মোহ কাটিয়ে ওঠার জন্যে যে কোনও দল থেকে নেতাদের গেরুয়া শিবিরে আনার খোলা ছুট দিয়ে গিয়েছেন অমিত শাহ। তাছাড়া দলের অন্দরে থাকা বিভেদ বা মনমালিন্য দূর করতে সব নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। এমনকী সোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেও আলাদা ভাবে বৈঠক করতে দেখা গিয়েছে তাঁকে।

বাংলা জয় বিজেপির জন্য কতটা গুরুত্বপূর্ণ

বাংলা জয় বিজেপির জন্য কতটা গুরুত্বপূর্ণ

বাংলা জয় যে বিজেপির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা কলকাতায় অমিত শাহর আক্রমণাত্মক বক্তব্যেই বোঝা গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ এনে, অমিত শাহ দাবি করলেন আগামী নির্বাচনে মমতার একটাই এজেন্ডা। ভাইপোকে মুখ্যমন্ত্রী পদে বসানো। পাশাপাশি তিনি দাবি করলেন, বিজেপির একটাই লক্ষ্য। আগামী বিধানসভা নির্বাচনে বাংলার সরকার বদলে দেওয়া।

বাংলার মানুষের কাছে তাঁর অমিত শাহর মরিয়া আর্জি

বাংলার মানুষের কাছে তাঁর অমিত শাহর মরিয়া আর্জি

বাংলার মানুষের কাছে তাঁর অমিত শাহর মরিয়া আর্জি, কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, বামপন্থীদের দীর্ঘ সুযোগ দিয়েছেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে দুই বার সুযোগ দিয়েছেন। সবাই বাংলার জনতার সঙ্গে প্রতারণা করেছে। এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে সুযোগ দিন। পাঁচ বছরে সোনার বাংলা বানিয়ে দেওয়া হবে।

ক্ষোভকে উসকে দেওয়ার আপ্রাণ চেষ্টা

ক্ষোভকে উসকে দেওয়ার আপ্রাণ চেষ্টা

তবে অমিত শাহের কানে পৌঁছেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তৃণমূলের অন্দরের রাজনীতির খবর। এক শ্রেণির তৃণমূল নেতা-কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিকমতো মেনে নিতে পারছে না বলে জানিয়েছেন এরাজ্যের কার্যকর্তারা। অমিত শাহ নিজের বক্তব্যের মধ্যে সেই ক্ষোভকে উসকে দেওয়ার আপ্রাণ চেষ্টা নজরে পড়ে সবার।

উঠে এসেছে কাটমানি প্রসঙ্গও

উঠে এসেছে কাটমানি প্রসঙ্গও

তাছাড়া তাঁর বক্তব্যে উঠে এসেছে কাটমানি প্রসঙ্গও। আয়ুষ্মান ভারত এবং কিষাণ সুরক্ষা যোজনায় এ রাজ্যের যোগদান না করাকেও আক্রমণ করেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের বিদ্রোহের এই মনোভাব যে মানুষের লোকসান করছে, তা বুঝিয়ে দিতে চাইলেন অমিত শাহ। এই লক্ষ্যে বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের উদাহরণও টেনে আনেন অমিত শাহ।

বিহারে নীতীশের গদি বাঁচাতে ভোট ময়দানে নেমেছে 'নীরব' সেনা, আমূল বদলে যাবে নির্বাচনী সমীকরণ

English summary
BJP gearing up for West Bengal and Assam assembly elections in 2021 as Bihar fight getting over
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X