For Quick Alerts
For Daily Alerts
মিলে গেল হোয়াইট হাউজের চাবি, ২৭০-এর ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেন জো বাইডেন!
৮০ ঘণ্টা ধরে ভোট গণনার পর শেষ পর্যন্ত স্পষ্ট চিত্র মিলল জো বাইডেন। শেষমেষ পেনসিলভেনিয়াতে জয় নিশ্চিত করে ২৭০-এর ম্যাজিক ফিগার পার করলেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন। আমেরিকার ৪৬তম রাষ্ট্রপতি হিসাবে হোয়াইট হাউজের চাবি পেয়ে গেলেন জো বাইডেন। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে কী পদক্ষেপ নেন, তার দিকে নজর সবার।
