ভারত বনাম অস্ট্রেলিয়া: চোট ইস্যুতে রোহিত শর্মার বাদ পড়া নিয়ে নিজের কোন উদাহরণ দিলেন সেহওয়াগ
চোটের জন্য অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে নাম নেই রোহিত শর্মার। অথচ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে খেলছেন হিটম্যান। যে ছবির পর অস্ট্রেলিয়া সফরে রোহিতের দলে না থাকার উত্তর খুঁজছেন ফ্যানেরা। রোহিতের চোট নিয়ে ভারতীয় ক্রিকেটে এখন সরগরম পরিস্থিতি।

চোট নিয়ে কী আপডেট দিয়েছেন রোহিত
চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর আইপিএলে এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলেছেন রোহিত। সেই সঙ্গে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের দিনই রোহিত পরিষ্কার করে দিয়েছেন তিনি পুরোপুরি সুস্থ। মাঠে নেমে এখন নিয়মিত ম্যাচ খেলতে চান বলে প্রতিক্রিয়ায় জানান হিটম্যান।

রোহিতকে নিয়ে বীরেন্দ্র সেহওয়াগ কী জানিয়েছেন
টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এবার রোহিত প্রসঙ্গে মুখ খুললেন। জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটকে সেহওয়াগ বলেছেন, 'নিজের কেরিয়ারের একটা উদাহরণ দিই। ২০১১ বিশ্বকাপের আগে আমার কাঁধে সমস্যা ছিল। চোটের জায়গায় অস্ত্রোপচার করাতে হত। আমি কোচ কার্স্টেন ও বিসিসিআইকে বিষয়টি জানিয়েছিলাম।'

নিজের উদাহরণ দিলেন সেহওয়াগ
পরে সেহওয়াগ জুড়েছেন, '২০১০-এর ডিসেম্বরে কাঁধে অস্ত্রোপচার করালে বিশ্বকাপ খেলা সম্ভব হতো না। সিদ্ধান্ত ছিল কার্স্টেন ও নির্বাচকদের হাতে। ওরাই আমাকে বলে বিশ্বকাপের পর অস্ত্রোপচার করাতে বলে। সেই মতো আমি চোট যাতে বেড়ে না যায়, তাই সেই সময় আমি ওডিআই খেলনি, বদলে শুধু টেস্ট খেলেছি। সুতরাং, আর্মার চোট নিয়ে বোর্ডের কাছে ছবিটা পরিষ্কার ছিল। রোহিতের ক্ষেত্রেও সেটাই হওয়া উচিত।'

বায়ো বাবল মাথায় রেখে রোহিতের সঙ্গে পরিবর্ত রাখা নিয়ে পরামর্শ
নিজের বক্তব্যের শেষে রোহিত প্রসঙ্গে বীরু আরও বলেন, 'রোহিতকে অস্ট্রেলিয়া সফরের দলে রাখা উচিত ছিল। পরে ও ফিট না হলে ওর পরিবর্ত পাঠানো যেত অথবা জৈব সুরক্ষার কথা মাথায় রেখে রোহিতের সঙ্গে একজন বাড়তি পরিবর্ত ক্রিকেটার পাঠানো যেত।'
আইপিএল ২০২০ : এলিমিনেটরে আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত হায়দরাবাদের