মুম্বইয়ের আইপিএল ফাইনালে খেলার ইতিহাসে এই প্রথম ঘটবে এমন ঘটনা!
দিল্লিকে পর্যুদস্ত করে আইপিএল ২০২০তে ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফ পর্বের প্রথম কোয়ালিফায়ারে দিল্লির বিরুদ্ধে ৫৭ রানে ম্যাচ জিতে আইপিএল ১৩-এর ফাইনালের টিকিট পেয়েছে মুম্বই। তবে মুম্বইয়ের ফাইনাল খেলার ইতিহাসে এই প্রথমবার অভিনব ঘটনা ঘটতে চলেছে।

কতবার ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স
বৃহস্পতিবারের জয়ের পর মুম্বই এই নিয়ে ছবার আইপিএল ফাইনালে পৌঁছল। আইপিএলের ইতিহাসে ধোনির চেন্নাই সুপার কিংস সবচেয়ে বেশি ৮ বার টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। এই নজিরে দ্বিতীয় স্থানে থেকে ছয় বার আইপিএল ফাইনাল খেলতে চলেছে মুম্বই।

একনজরে মুম্বই ইন্ডিয়ান্সের ফাইনাল খেলার ইতিহাস
২০১০ সালে প্রথম বার মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের ফাইনাল খেলে। পরবর্তী সময় মুম্বই ২০১৩, ২০১৫ , ২০১৭ ও ২০১৯ সালে মুম্বই ফাইনাল খেলেছে। যার মধ্যে শেষ চারবারই ফাইনাল উঠে ট্রফি জিতে মাঠ ছেড়েছে মুম্বই।

শেষ পাঁচ বারে ফাইনালে মুম্বইয়ের প্রতিপক্ষ কারা
আইপিএলে ইতিহাসে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স যে পাঁচটি ফাইনাল খেলেছে, সেই পাঁচ ফাইনালেই মুম্বই প্রতিপক্ষ শিবিরে ছিলেন ধোনি। মুম্বই এখনও পর্যন্ত ৪বার চেন্নাই সুপার কিংস ও ১বার রাইজিং পুনে সুপারজায়েন্টের বিরুদ্ধে আইপিএল ফাইনাল খেলেছে।

একনজরে পরিসংখ্যান
২০১০ সালে মুম্বই চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই হেরে বসে। বাকি চারবারের মধ্যে ২০১৩,২০১৫ ২০১৯ সালে মুম্বই চেন্নাইকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়। ২০১৭ সালে নির্বাসনের কারণে চেন্নাইয়ের পরিবর্তে রাইজিং পুনে দলটি আইপিএল খেলেছিল। ফাইনালে রাইজিং পুনেকে হারিয়ে মুম্বই চ্যাম্পিয়ন হয়।

ফাইনালে প্রতিবার মুম্বইয়ের প্রতিপক্ষ ডাগআউটে থেকেছেন ধোনি
অর্থাৎ,পাঁচ বার আইপিএল ফাইনাল ম্যাচে মুম্বইয়ের বিপক্ষ ডাগআউটে ধোনি ছিলেন। এই প্রথমবার সেই নজিরে ছেদ পড়ছে। এবছর ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে থেকে ধোনির চেন্নাই প্লে অফ না খেলে বিদায় নিয়েছে। যেকারণে আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের ফাইনাল খেলার ইতিহাসে এই প্রথমবার বিপক্ষ শিবিরে থাকছেন না ধোনি।
দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সফর! কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য স্টিভ ওয়ার