লাদাখ সীমান্তের চাবিকাঠি থাকবে ভারতেরই হাতে, চিনকে হুঁশিয়ারি সিডিএস বিপিন রাওয়াতের
লাদাখে সীমান্তরেখার বদল মানবে না ভারত। এই মর্মে চিনকে হুঁশিয়ারি দিয়ে ভারতের বার্তা স্পষ্ট করে দিলেন সিডিএস বিপিন রাওয়াত। লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এখনও উত্তেজনা জারি রয়েছে। পাশাপাশি রাওয়াত বলেন, চিনের পিপলস লিবারেশন আর্মি নিজেদের ভুল কাজের মাশুল দিচ্ছে।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে অনড় ভারত
এলএসি-তে ভারতের অবস্থান সম্পর্কে সিডিএস রাওয়াত বলেন, 'ভারতীয় সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে অনড় থাকবে। আমরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা ফেরাতে চাই।' তবে তাঁর সাফ বক্তব্য, চিনের পক্ষ থেকে লাদাখের সীমান্তরেখা বদলের চেষ্টা করা হলে তা মেনে নেবে না ভারত।

পাকিস্তানকে চিনের সমর্থন
পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত সমস্যার জন্য পাকিস্তানকে চিনের সমর্থনের বিষয়টি নিয়ে সরব হন রাওয়াত। পাকিস্তানের কথা বলে তিনি বলেছেন, ভারত এখন যেভাবে জঙ্গি হামলার জবাব দিচ্ছে, তাতে অনিশ্চয়তায় পড়েছে তারা। এদিকে লাদাখেও বিনা প্ররোচনায় সেনা হামলার জেরে বড়সড় অশান্তি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিপিন রাওয়াত।

ভারত-চিন কমান্ডার পর্যায়ের অষ্টম রাউন্ড বৈঠক
লাদাখ পরিস্থিতি নিয়ে আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-চিন কমান্ডার পর্যায়ের অষ্টম রাউন্ড বৈঠক। এই আবহেই ন্যাশনাল ডিফেন্স কলেজের ৬০ তম বার্ষিকী উপলক্ষে এক ওয়েবিনারে পাকিস্তান-চিনকে আক্রমণ করেন বিপিন রাওয়াত। তিনি জোর দিয়েই বলেন সার্বিক ভাবে এই চলমান দ্বন্দ্ব উড়িয়ে দেওয়া হচ্ছে না।

চিন সীমানা লঙ্ঘন করে এবং যুদ্ধের আবহ তৈরি করে
এমন কী পাকিস্তান ও চিনের মধ্যে যে জোট হয়েছে তা আদতে ভারতের জন্য বিপজ্জনক। তিনি বলেন, 'পূর্ব লাদাখে চিন সীমানা লঙ্ঘন করে এবং যুদ্ধের আবহ তৈরি করে পরিস্থিতি উত্তপ্ত করে রেখেছে। এর জেরে ভারত বহুসংখ্যক বহিরাগত সুরক্ষার চ্যালেঞ্জের মুখোমুখি। দু'টি পারমাণবিক সশস্ত্র প্রতিবেশীর সঙ্গে ভারত সংঘাতে। তাঁদের সঙ্গে ক্রমাগত বিরোধ তৈরি হচ্ছে। দুই দেশ যৌথভাবে কাজ করছে।'
ভীষণ অসুস্থ ভ্লাদিমির পুতিন! রাশিয়ার মসনদ থেকে সরে দাঁড়াবেন শীঘ্রই