সংখ্যালঘুদের বোকা বানাচ্ছে এনডিএ জোট! যোগী-নীতীশের সিএএ তরজার মাঝেই তোপ আরজেডি-র
রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। এদিকে তার আগে শেষ মহূর্তের নির্বাচনী প্রচারে কোমর বেঁধে মাঠে নামতে দেখা যায় শাসক বিরোধী দুই শিবিরকেই। এমতাবস্থায় নয়া নাগরিকত্ব আইন নিয়ে যোগী-নীতীশের বাকযুদ্ধ প্রসঙ্গে নতুন করে বিতর্ক উষ্কে দিতে দেখা গেল আরজেডিকে।

বিতর্কের সূত্রপাত কোথায় ?
প্রসঙ্গত উল্লেখ্য, তৃতীয় দফার নির্বাচনের আগেই সিএএ, এনআরসি নিয়ে রীতিমতো সংঘাত শুরু হয়েছে নীতীশ কুমার ও বিজেপি-র মধ্যে। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। বুধবার বিহারের ভোটপ্রচারে এসে অনুপ্রবেশ সমস্যা সমাধানে মোদীর প্রশংসা করে যোগী আদিত্যনাথ বলেন, " মোদীজি অনুপ্রবেশ সমস্যার কড়া হাতে সমাধান করেছেন। সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা নির্যাতিত হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করেছেন তিনি। দেশের নিরাপত্তার স্বার্থেই আগামী সমস্ত অনুপ্রবেশকারীদেরই বের করে দেওয়া হবে। "

যোগীর মন্তব্যের পরেই পাল্টা সুর চড়ান নীতীশ
যোগীর এই মন্তব্যের পরেই পাল্টা সুর চড়াতে দেখা য়ায় নীতীশ কুমারকেও। নাম না করেই সিএএ বিতর্কের জবাবে নীতীশ বলেন, "কে এ সব ফালতু কথা বলে। কারা এ সব বিদ্বেষমূলক প্রচার করছে? কে কাকে দেশের বাইরে করবে? কারও এত দম নেই। আমাদের সংস্কৃতি বহুত্ববাদের। ক্য এবং সৌভ্রাতৃত্বের রাস্তাতেই বিহারের উন্নয়ন হবে।" এদিকে তৃতীয় পর্বের ভোটের আগে সিএএ, এনআরসি ইস্যুতে এনডিএ জোটের দুই শীর্ষ নেতার এই বাকযুদ্ধে তোলপাড় রাজ্য-রাজনীতি।

ভাবমূর্তি ধরে রাখতেই নতুন কারসাজি নীতীশের
এদিকে গোটা ঘটনাকেই পূর্ব পরিকল্পনা বলে এদিন তোপ দাগতে দেখা যায় লালুপ্রসাদের আরজেডিকে। ভোটের আগে মুসলিম প্রধান কেন্দ্রগুলিতে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতেই নীতিশ এই কারসাচি করছেন বলে মত আরজেডি নেতাদের। ভোটের ময়দানে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক বিরোধী মহাজোটে যাতে না যায় তাই দুই দলের মধ্যে বোঝাপড়ার পরেই নীতীশ কুমার এই মন্তব্য করেছেন বলেও কটাক্ষ করেন আরজেডির জাতীয় সহ-সভাপতি শিবানন্দ তিওয়ারি।

জোট বেঁধে মানুষকে বোকা বানাচ্ছে জেডিইউ-বিজেপি
শিবানন্দ তিওয়ারির সাফ বক্তব্য, " বিজেপি-জেডিইউ-র মধ্যে এটা আদপেই একটা ফিক্সড গেম। নীতীশজির প্রতিক্রিয়া জানতেই যোগী আদিত্যনাথ বিষয়টির উত্থাপন করেছিলেন। কিন্তু ভুলে গেলে চলবে না গোটা দেশ যখন সিএএ বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছে, তখন নিঃশ্বদ দর্শকের ভূমিকা পালন করেছিলেন নীতীশ কুমার। এমনকী চম্পারমেও যখন মোদীজি জয় শ্রী রামের প্রসঙ্গ তোলেন তখনও তাকে একটাও শব্দ খরচ করতে দেখা যায়নি। আসলে বিজেপি আর জেডিইউ জোট বেঁধে মানুষকে বোকা বানাচ্ছে।"
মুকুল থেকে দিলীপ, রাহুল থেকে শোভন- সবাইকে কোন মন্ত্রে এক সূত্রে বাঁধলেন শাহ