• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দরজায় কড়া নাড়ছে আইএসএল, মূখ্য টিম স্পনসর ঘোষণা করল এটিকে মোহনবাগান

  • |

দরজায় কড়া নাড়ছে আইএসএল। গোয়ার তিন মাঠ ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়াম, বাম্বোলিমের জিএমসি স্টেডিয়াম এবং ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয়ে ভারতের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট খেলা হবে। ২০ নভেম্বর এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাষ্টার্সের ম্যাচ দিয়ে এবছর আইএসএলে ঢাকে কাঠি। মেগা লিগে বল গড়ানোর আগে অবশ্য মূখ্য টিম স্পনসরের নাম ঘোষণা করল এটিকে মোহনবাগান।

দরজায় কড়া নাড়ছে আইএসএল, মূখ্য টিম স্পনসর ঘোষণা করল এটিকে মোহনবাগান

মূখ্য স্পনসর ‌হিসেবে সবুজ- মেরুনের সঙ্গে সবোটপ ডট নেট (sbotop.net)নামের একটি সংস্থাটি যুক্ত হয়েছে। এদিন ক্লাবের তরফ থেকে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। সংশ্লিষ্ট এই সংস্থা ফুটবল, ক্রিকেট-সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার কভারেজে স্পনসর হিসেবে যুক্ত রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব লিডস ইউনাইটেডের মুখ্য স্পনসর হিসেবে এই সংস্থা যুক্ত।

দরজায় কড়া নাড়ছে আইএসএল, মূখ্য টিম স্পনসর ঘোষণা করল এটিকে মোহনবাগান

আসন্ন আইএসএলে এটিকে-মোহনবাগান ম্যাচে ফুটবলারদের জার্সি ও অনুশীলন জার্সিতে এই সংস্থার লেগো থাকবে। সেই সঙ্গে এই সংস্থা এটিকে মোহনবাগানের হয়ে বিভিন্ন ডিজিট্যাল অনুষ্ঠানও আয়োজন করবে।

প্রসঙ্গত আইএসএলের পক্ষ থেকে ২০ নম্ভেবর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। ২০ নভেম্বর কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে ম্যাচের পর ২৭ নভেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএলের প্রথম ডার্বিতে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।

ভারত বনাম অস্ট্রেলিয়া: চোট ইস্যুতে রোহিত শর্মার বাদ পড়া নিয়ে নিজের কোন উদাহরণ দিলেন সেহওয়াগ

English summary
Atk Mohunbagan announce sbotop.net as Principal Team Sponsor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X