আইএসএলে দুই প্রধানকে স্বাগত জানালেন ছেত্রী, কড়া প্রতিদ্বন্দ্বিতার আশা
করোনা ভাইরাসে শুরু হতে চলা ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে স্বাগত জানালেন ভারতীয় ফুটবল দল তথা বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক সুনীল ছেত্রী। কলকাতা তথা ফুটবল পাগল বাংলার দুই ঐতিহ্যবাহী দলের অন্তর্ভূক্তিতে এবারের প্রতিযোগিতা আরও হাড্ডাহাড্ডি হবে বলে বিশ্বাস করেন দেশের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড।

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে মোহনবাগান। গোয়ার জিএমসি স্টেডিয়ামে সবুজ-মেরুণ শিবিরের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। অন্যদিকে ২৭ নভেম্বর আইএসএল অভিযান শুরু হচ্ছে টুর্নামেন্টের সর্বশেষ অন্তর্ভূক্তি এসসি ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি দিয়েই প্রথম বারের জন্য ইন্ডিয়ান সুপার লিগ খেলবে লাল-হলুদ।
প্রতিদ্বন্দ্বী হলেও ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে ছাড়া যে আইএসএলের মতো জমজমাট ফুটবল টুর্নামেন্টও ফিকে মনে হয়, তা স্বীকার করে নিয়েছেন সুনীল ছেত্রী। তাঁর বক্তব্য, ১৯ বছর ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। এ দেশে দুই প্রধানের গুরুত্ব অপরিসীম বলে মনে করেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। দুই দলের সমর্থকদের আবেগ খেলায় অন্য মাত্রা যোগ করে বলেও জানিয়েছেন ছেত্রী।
করোনা ভাইরাসের জেরে মাঠে হাজির থাকতে পারবেন না এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের ফ্যানরা। তা ওই দুই দলের ফুটবলারদের জন্য খারাপ খবর হলেও লাল-হলুদ এবং সবুজ-মেরুণের অন্তর্ভূক্তিতে আইএসএল পরিপূর্ণ হবে বলে মনে করেন বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক।
মুম্বইয়ের আইপিএল ফাইনালে খেলার ইতিহাসে এই প্রথম ঘটবে এমন ঘটনা!