জাঁকিয়ে শীত পড়ছে শিঘ্রই! উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
বৃষ্টির দাপুচে ইনিংস কাটতেই তাপমাত্রার (temparature) পারদ নিম্নমুখী হওয়া সম্ভাবনা শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে (west bengal)। আবহাওয়ার রিপোর্ট (weather report) যা জানান দিচ্ছে, তাতে এবার বাঙালিকে শীতের পোশাক আলমারি থেকে ধীরে ধীরে বের করে ফেলতে হবে। মিঠে রোদে শীতের চেনা মেজাজ নভেম্বর থেকেই শুরু হবে বলে খবর।

শীত-বৃষ্টির খেলা!
এর আগেই আবহবিদরা জানিয়েছিলেন যে, শীতকালে এবার প্রবল বৃষ্টি হওয়ার ইঙ্গিত রয়েছে। তার সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহের দাপট। আর তা নভেম্বর মাস থেকেই দেশের বহু জায়গায় শুরু হবে বলে জানিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আর সেই ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যাচ্ছে রাজ্যের আবহাওয়ার গতিবিধি।

জাঁকিয়ে পড়বে শীত!
এদিকে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল , তা ধীরে ধীরে কাটতেই আকাশ পরিষ্কার হতে শুরু। এদিকে, কলকাতা জুড়ে হেমন্তের হাওয়া। নিম্নচাপের মেঘ কাটিয়ে কলকাতার পারদ এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি নেম গিয়েছে।

কলকাতার তাপমাত্রা আজ
কলকাতায় এদিন তাপমাত্রা সর্বনিম্ন ২০. ৪ ডিগ্রি। তবে আকাশ এখনও মেঘলা। এর আগে এ সপ্তাহের শুরুর দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভিবকের থেকে ১ ডিগ্রি উপরে। তবে সকালের দিকে তাপমাত্রার পতন থাকলে, বেলার দিকে ভ্যাপসা গরম কাটবে না এখনই।

একে শীত তার ওপর বৃষ্টি!
এদিকে দক্ষিণ ও পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত তারি হয়েছে। ফলে ভারতের দক্ষিণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরপূর্বের নাগাল্যান্ড, মিজোরাম,মনিপুর, ত্রিপুরাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের ৫ জেলা. হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আলিপুরদুায়ার, কালিম্পং, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ির মতো জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এখানেই রাতের তাপমাত্রা আরও কমতে পারে আগামী দিনে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৯ শতাংশ। সর্বনিম্ন ৫২ শতাংশ।