অমিত শাহের পাতে আজ মতুয়াবাড়ির মধ্যাহ্নভোজে কী কী পড়ছে! মমতাগড়ে কোন গেমপ্ল্যানে 'চাণক্য'
দুই দিনের সফরে বাংলায় পা রাখতেই জিরিয়ে নেওয়ার সময় নেই স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার বাঁকুড়ায় ছিলব সভা, তারপর চতুরডিহিতে আদিবাসী বাড়িতে তিনি মধ্যাহ্নভোজ সারেন। এরপর আজ কলকাতায় দিনভর কর্মসূচির ফাঁকে রয়েছে এক মতুয়া বাড়িয়ে মধ্যাহ্নভোজ। দেখে নেওয়া যাক কোন কোন তথ্য উঠছে অমিত শাহের সফরসূচি ঘিরে।

প্রচারে খামতি রাখতে চান না..
লক্ষ্য বাংলার বিধানসভা ভোট। আর দেশে একের পর এক বিধানসভা ভোটে বিজেপির তরফে সেই দলের চাণক্য অমিত শাহ একের পর এক বাজিমাত করেছেন। তবে উত্তরপ্রদেশ, বা গোবলয় রাজনীতিতে যে ছকে বিজেপি ভোট অঙ্ক জিতেছে, তার থেকে আলাদা বাংলার মাটির রাজনীতির রঙ। প্রসঙ্গত, উত্তর প্রদেশের শে। বিধানসভা ভোট অমিত শাহের মুকুটে সাফল্যের বড় পালক যোগ করেছিল। তবে সেখানে জাতপাতের ভিত্ত্তে ভোটব্যাঙ্ক দখলে রাখে বিজেপি। দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। সেদিক থেকে বাঙালি কটিন মাটি। আর সেই বাংলার মাটির রঙ বুঝতেই সমাজের সর্বস্তরে গিয়ে হাওয়া বুঝতে চাইছেন অমিত শাহ। এছাড়াও রয়েছে মতুয়াদের সঙ্গে রাখার প্রয়াস।সেই উদ্যোগেই এদিন মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজ।

বাগুইআটিতে তোড়জোড় শুরু, ভাত, ছোলার ডাল, মুগের ডাল...
বাগুইআটিতে এদিন এক মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী পাতে পড়তে চলেছে ভাত, ছোলার ডাল, মুগের ডাল, পনির, বেগুন ভাজা, শুক্তো, চাটনি, নলেন গুড়ের পায়েস।

তুঙ্গে মতুয়া রাজনীতি
এদিকে, মতুয়া ঘরে অমিত প্রবেশের বিষয়টিকে ভালোভাবে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন অমিত শাহ রাজ্য়ে পা রেখেছেন সেদিনই রাজ্য সরকার মতুয়াদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন, এর আগে মমতার সরকার মতুয়াদের জন্য় উন্নয়ন পর্ষদও গঠন করেন। মতুয়া ভোটব্যাঙ্কের ভরসা করে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ফল পেয়েছে। তাই ২০২১ এর দিকে তাকিয়ে তাতে আরও জোর দিতে চাইছে গেরুয়া শিবির।

মতুয়াঘরে ক্ষোভ ও বিজেপি সাংসদ
এর আগে , বনগার বিজেপি সাংসদ , তথা মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি শান্তনু ছাকুর সংশোধিত আইন নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ করেন। আইন এখনও বলবৎ না হওয়ায় মতুয়াদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে তিনি দাবি করেন। এরপরই এদিন অমিত শাহের মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ বহু রাজনৈতিক জল্পনা তৈরি করছে।