লাদাখ সীমান্তে চিন যা ভাবতে পারেনি সেই 'পরিণতি' ভোগ করছে! গর্জে উঠে সিডিএস রাওয়াত আরও যা বললেন
লাদাখে চিন কার্যত উচিত শিক্ষা পেয়ে চলেছে বলে এদিন সুর চড়ালেন ভাপতের সিডিএস জেনালের বিপিন রাওয়াত। লাদাখ থেকে শুরু করে তিনি এদিন দেশের নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে মুখ খোলেন। আর সেই প্রসঙ্গেই ফের একহার চিন , পাকিস্তানকে তোপ দাগেন রাওয়াত।

চিন সম্পর্কে জেনারেল রাওয়াত কী বলেছেন
'চিন যা ভাবতে পারেনি তেমনই পরিণতি ভোগ করছে তারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়', এই বার্তা এদিন উঠে আসে বিপিন রাওয়াতের কণ্ঠে। রাওয়াতের দাবি, এই ঘটনার জন্য চিনের কারসাজিই দায়ি। পাশপাাশি তিনি সাফ জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় একচুল নড়াচড়াও মেনে নেবে না ভারত।

ভারতীয় সেনার 'পশ্চার'
সিডিএস এদিন জানান, সমস্ত দিক থেকে ভারতের সেনা এমনভাবে অবস্থান করে রয়েছে যা শত্রুর পক্ষে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বদল ঘটানো সম্ভব নয়। বিপিন রাওয়াতের দাবি, সীমান্ত সংঘাত ও বিনা প্ররোচনায় সেনা আগ্রাসন আরও বড় সংঘাতের পথে নিয়ে যায়। এই বিষয়গুলি লাদাখের ক্ষেত্রে প্রযোজ্য বলে দাবি করেন তিনি।

পাকিস্তানকে টার্গেট রাওয়াতের
চিন ছাড়াও এদিন পাকিস্তানকে নিজের মতো করে বিদ্ধ করেন জেনারেল রাওয়াত। তিনি বলেন, পাকিস্তান চিরকালই 'ইসলামি বিদ্রোহ এবং সন্ত্রাস' এর কেন্দ্র হয়ে রয়েছে। গত তিন দশক ধরে তারা এই কাজ করে চলেছে। সিডিএস বলেন, পাক সেনা ও গুপ্তচরবিভাগ কাশ্মীরে ছায়া যুদ্ধ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে ।

পাকিস্তানের ভারত বিরোধিতা এবং সোশ্যাল মিডিয়ায়
এদিন সিডিএস রাওয়াত বলেন, পাকিস্তান ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাকে উস্কে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিচ্ছিন্নতার প্রচার তাদের বহুদিনের পুরনো স্ট্র্যাটেজি। যা বর্তমানে ধর্মীয় রূপ নিচ্ছে। প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা সরে যেতেই পাকিস্তান মরিয়া হয়ে তার বদলা নিতে চাইছে। যা নিয়ে আন্তর্জাতিক মহলে ইমরান সরকার আরও কোণঠাসা হয়েছে। তবে চিনের মদত এবিষয়ে তারা প্রতিনিয়ত পেয়ে চলেছে।
মার্কিন মিডিয়ার রোষানলে ট্রাম্প, 'মিথ্যাচারী' প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহ আমেরিকায়