আইপিএল ২০২০-এর এলিমিনেটরে আরসিবি বনাম হায়দরাবাদ, বিরাট ও ওয়ার্নারের যোগ্যতার লড়াই
একদিকে ট্রফিহীনতার পরম্পরা ভাঙতে মরিয়া হয়ে ওঠা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজ যেনতেন প্রকারেণ জয় হাসিল করতে চায়। অন্যদিকে তারুণ্যে ভরপুর সানরাইজার্স হায়দরাবাদও এ লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখতে বদ্ধপরিকর। ফলে আইপিএল ২০২০-এর নক আউট এলিমিনেটরে যে হাড্ডাহাড্ডি মোকাবিলা হবে, তা এখনই বলে দেওয়া যায়। একই সঙ্গে এ লড়াই যে দুই দলের নেতা বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের যোগ্যতার পরীক্ষা, তাও জানেন ক্রিকেট প্রেমীরা।

চলতি আইপিএলে পারফরম্যান্স
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ৫২৯ রান এসেছে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সর্বোচ্চ ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক। অন্যদিকে ১৪ ম্যাচ খেলে ৪৬০ রান করেছেন বিরাট কোহলি। আরসিবি-র হয়ে সর্বোচ্চ ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক।

অধিনায়কত্বের লড়াই
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ দিকে একের পর এক ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বিরাট কোহলিদের। টেনেটুনে ১৪ পয়েন্ট অর্জন করে নেট রান রেটের নিরিখে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছেছে আরসিবি। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের শুরুটা ভাল না হলেও শেষ দিকে একের পর এক ম্যাচ জিতে তারা আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছয়। ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট অর্জন করা ডেভিড ওয়ার্নারের দল নেট রান রেটে বাকিদের পিছনে ফেলে দেয়।

প্লে-অফের অতীত লড়াই
২০১৬ সালের আইপিএলের ফাইনালে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল হায়দরাবাদ। ৩৮ বলে ৬৯ রান করেছিলেন ওয়ার্নার। জবাবে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২০০ রানে থেমে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৩৮ বলে ৭৬ রান করেছিলেন ক্রিস গেইল। ৩৫ বলে ৫৪ রান করেছিলেন বিরাট কোহলি।

দুই তারকার সামগ্রিক আইপিএল পরিসংখ্যান
আইপিএলে এখনও পর্যন্ত ১৯১ ম্যাচ খেলে ৫৮৭২ রান করা বিরাট কোহলি আরসিবি-কে খেতাব এনে দিতে পারেননি। আইপিএলে ১৪০ ম্যাচ খেলে ৫২৩৫ রান করা ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দরাবাদকে একবার খেতাব এনে দিয়েছেন।
গম্ভীরের বাড়িতে করোনা থাবা, আইসোলেশনে বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার