• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল ২০২০-এর এলিমিনেটরে ফ্রি হিটে রান আউট! আরসিবি ও মইনকে নিয়ে ঠাট্টা!

নো বলের জেরে ফ্রি হিট পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তা কাজে লাগাতে না পেরে উল্টে সেই বলেই রান আউট হয়ে সাজঘরে ফিরে নিজেকে এবং দলকে ঠাট্টার পাত্র বানালেন ইংল্যান্ডের মইন আলি। #FreeHit #MoeenAli ট্যাগ ভাইরাল এই ভুল কেবল আরসিবি-র পক্ষেই সম্ভব বলে মসকরা করেছেন নেটিজেনরা। তৈরি করা হয়েছে নানা ধরনের মিম তৈরি করা হয়েছে।

আইপিএল ২০২০-এর এলিমিনেটরে ফ্রি হিটে রান আউট! আরসিবি ও মইনকে নিয়ে ঠাট্টা!

আইপিএল ২০২০-এর এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের দুর্দান্ত বোলিংয়ে ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সাজঘরে ফিরে যান দুর্ধর্ষ বিরাট কোহলি, দেবদত্ত পড়িক্কল এবং অ্যারন ফিঞ্চ। এরপর ক্রিজে ব্যাট করতে নামেন ইংল্যান্ডের অল রাউন্ডার মইন আলি। ১১তম ওভারে তৃতীয় বলে ওভার স্টেপ করে বসেন হায়দরাবাদের বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম। ফ্রি-হিট পেয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ওই বলে নাদিমের সামনে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন আরসিবি-র মইন আলি। ফ্রি হিটে তাঁর কাছ থেকে লম্বা শট আশা করেছিলেন ব্যাঙ্গালোর ফ্যানরা। কিন্তু হয় তার উল্টোটাই। বড় শট মারতে ব্যর্থ হন মইন। উল্টে মিড অফে বল ঠেলে দৌড়ে সিঙ্গলস নিতে গিয়ে রান আউট হয়ে যান আরসিবি অল রাউন্ডার। দারুণ থ্রোতে উইকেট ভেঙে দেন দক্ষ রশিদ খান। বল হাতে উইকেট তুলতে না পারলেও গুরুত্বপূর্ণ সময়ে মইন আলিকে রান আউট করে সানরাইজার্স হায়দরাবাদকে অক্সিজেন জোগান আফগানিস্তানের স্পিনার।

এই অদ্ভুত আউটের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন মইন আলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়েও ঠাট্টা শুরু করে দেন নেটিজেনরা। এখনও পর্যন্ত আইপিএল না জেতা আরসিবি-র পক্ষেই ফ্রি হিটে রান আউট হওয়া সম্ভব বলে রব তোলেন ক্রিকেট প্রেমীরা।

English summary
IPL 2020 : Royal Challengers Bangalore and Moeen Ali trolled in social media for run out in free hit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X