লাদাখে চিনা সৈনিক পাকড়াওয়ের পর হাইভোল্টেজ সেনাস্তরীয় বৈঠক আজ! শীতেও চড়ছে পারদ
লাদাখে এযাবৎকালে সাতটি সেনাস্তরীয় বৈঠক হয়েছে। প্রতিটি ঘিরেই কৌতূহল ছিল, যে এবার পরিস্থিতি সমাধানের দিকে যাচ্ছে কিনা। তবে তা হয়নি। এরপর শীতকালীন সংঘাতের দিকে তাকিয়ে হাইভোল্টেজ অষ্টম পর্যায়ের বৈঠক লাদাখে শুরু হতে পারে।

লাদাখে সেনা পর্যায়ের বৈঠক
এদিন চুশুলে ফের একবার সেনা পর্যায়ের বৈঠক। গতবার সপ্তম পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছিল ১২ অক্টোবর। তারপর থেকে চিন নিজের মতো করে শীতকালীন সংঘাতের দিকে তাকিয়ে প্রযুক্তি নির্ভর কাজ পদক্ষেপে এগিয়ে গিয়েছে।

বৈঠক ও ভারতের পাখির চোখ
এদিনের বৈঠকে ভারত সাফ বার্তায় জানিয়ে দিতে চলেছে, চিনের সেনা লাদাখ থেকে না সরলে কোনও মতেই জায়গা ছাড়বে না দিল্লি। ডিসএনগেজমেন্ট নিয়ে চিনের একচুল অযৌক্তিক দাবিকে মেনে নেবে না ভারতীয় সেনা। এদিনের বৈঠকে লেফটনেন্ট জেনারেল পিজিকে মেনন নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় শিবিরকে। থাকছেন বিদেশ মন্ত্রকের এক কর্তাও।

প্যানগংয়ের কাছে ভারতের দাপট
অগাস্ট ২৯ এর পর থেকে ভারত লাদাখে সদর্থক জায়গায় রয়েছে। সেখানে একের পর এক শৃঙ্গ দখলে রেখেছে ভারত। রেচিন লা, রেজাং লা, মুকপারি, টেবলটপ এখন ভারতের দখলে, আর তাতেই ক্ষোভ রয়েছে চিনের । সেই কারণেই চিন বারবার ভারতকে সেনা সরানো নিয়ে জোর দিচ্ছে।

চিনা সেনা জওয়ার ধৃত
এর আগে লাদাখের ডেমচক থেকে চিনের এক সেনা জওয়ানকে গ্রেফতার করে ভারত। কারণ তাকে পাওয়া যায় ভারতীয় ভূখণ্ডে। এরপরই জানানো হয়। চিনের সঙ্গে ভারতের সেনা পর্যায়ের পরবর্তী বৈঠকে তাঁকে লালফৌজের হাতে তুলে দেবে ভারতীয় সেনা। সেই ঘটনার পর চিন সদ্য রাজি হয়েছে অষ্টম বৈঠকের জন্য।