• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মার্কিন মিডিয়ার রোষানলে ট্রাম্প, 'মিথ্যাচারী' প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহ আমেরিকায়

আমেরিকায় এখনও জারি রয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া। এবং যত নতুন ব্যাচের ভোট গণনা সম্পন্ন হচ্ছে, ততই পিছিয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে মার্কিন গণতন্ত্রের উপর প্রশ্ন তুলে বিভিন্ন মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এর জেরেই ট্রাম্পের উপর খেপে গিয়েছে মার্কিন মিডিয়ার একাংশ।

প্রেসিডেন্টের বক্তব্য চলাকালীন টিভি সম্প্রচার বন্ধ

প্রেসিডেন্টের বক্তব্য চলাকালীন টিভি সম্প্রচার বন্ধ

একদিকে যখন ট্রাম্প টুইট করে ভোট গণনা বন্ধ রাখতে বলছেন অপরদিকে ডেমোক্র্যাটরা নির্বাচনে চুরি করছেন বলে অভিযোগ করছেন। আর এসবের মাঝেই মার্কিন মিডিয়ার সহ্যের সীমা অতিক্রম হয়েছে। এর জেরে হোয়াইট হাউজে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য চলাকালীন টিভি সম্প্রচার বন্ধ করে দিল কয়েকটি মার্কিন খবরের চ্যানেল।

ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগের বন্যা

ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগের বন্যা

৩ নভেম্বর নির্বাচনী ফল প্রকাশ শুরু হতে যখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মেলে, তখন হোয়াইট হাউজে এক সাংবাদিক সম্মেলনা এসে নিজের জয় ঘোষণা করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে জো বাইডেন ক্রমেই জয়ের দিকে নিজের পা বাড়াতেই ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগের বন্যা বয়েছে। ফেসবুক, টুইটার এসব বার্তা 'ফ্ল্যাগ' করেছে বারবার।

ট্রাম্পের 'বেআইনি ভোট'-এর তত্ত্ব

ট্রাম্পের 'বেআইনি ভোট'-এর তত্ত্ব

এই আবহে বৃহস্পতিবার রাতে ফের সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। ১৭ মিনিটের সেই বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত 'নির্বাচনে চুরি' এবং 'বেআইনি ভোট'-এর মতো ভিত্তিহীন অভিযোগ আনতে থাকেন। এবং ট্রাম্পের এই লাইভ বক্তব্যের সময় ক্যামেরা বন্ধ করে দেয় এনবিসি, এবিসির মতো প্রথম সারির একাধিক মার্কিন সংবাদমাধ্যম।

কী বলেন ট্রাম্প?

কী বলেন ট্রাম্প?

এদিকে এদিন ভোটগণনা নিয়ে ট্রাম্প বলেন, 'আমরা ভেবেছিলাম খুব সহজেই নির্বাচনে জিতে যাব। তবে গণনা নিয়ে অনেক মামলা হতে চলেছে৷ দেশের সর্বোচ্চ আদালতে এর বিচার হবে৷ আমাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে৷ কারণ এভাবে ভোট চুরি হতে পারে না৷' যদিও সুপ্রিমকোর্টে ইতিমধ্যেই ট্রাম্পের দুটি মামলা খারিজ হয়ে গিয়েছে বলে খবর মিলেছে।

ভীষণ অসুস্থ ভ্লাদিমির পুতিন! রাশিয়ার মসনদ থেকে সরে দাঁড়াবেন শীঘ্রই

English summary
Several US TV news networks halted live coverage of President Donald Trump from White House
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X