এক তিরে দুই শিকার বুমরাহের! রাবাডাকে টপকে আইপিএলে ভারতীয়দের মধ্যে শীর্ষে! কি বলছে সংখ্যা
আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। রোহিত শর্মাদের চলতি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে যে ক্রিকেটারের ভূমিকা সর্বাধিক, তিনি জসপ্রীত বুমরাহ। তাঁর বিষাক্ত সুইং এবং ইয়র্কারের সামনে কার্যত মাথা নত করেন দিল্লির ব্যাটসম্যানরা। সেই সঙ্গে একই তিরে দুটি শিকার করে ভারতীয়দের মধ্যে শীর্ষ স্থান দখল করলেন বুম বুম।

বেগুনি টুপির দৌড়ে এগিয়ে বুমরাহ
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অনবদ্য বোলিং করে চলতি আইপিএলে ১৪ ম্যাচ খেলে ২৭টি উইকেট নিয়ে ফেললেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ। বর্তমানে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকার প্রথম স্থানে রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। চলতি আইপিএলে এখনও পর্যন্ত তিনি ১৫ ম্যাচ খেলে ২৫ উইকেট নিয়েছেন।

ভুবিরও আগে বুম বুম
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৭টি উইকেট নিয়ে ফেলেছেন জসপ্রীত বুমরাহ। টুর্নামেন্টের কোনও এক সংস্করণে এত উইকেট এর আগে কোনও ফাস্ট বোলার নিতে সক্ষম হননি। ২০১৭ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১৪ ম্যাচে খেলে ২৬ উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। সেই রেকর্ড টপকে গেলেন বুমরাহ।

আইপিএলের সেরা স্পেল
আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৪ ওভার বল করে একটি মেডেন দেওয়ার পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। চলতি আইপিএলেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩ ওভার বল করে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন বুম বুম। ২০১৭ সালে কেকেআরের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৭ রান দিয়ে নেওয়া ৩ উইকেট টুর্নামেন্টে তাঁর তৃতীয় শ্রেষ্ঠ বোলিং।

বুমরাহের আইপিএল কেরিয়ার
আইপিএলে এখনও পর্যন্ত ৯১ ম্যাচ খেলে ১০৯ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ৭.৪১ ইকোনমি রেটে টুর্নামেন্টে বল করেছেন ভারতীয় ফাস্ট বোলার।