• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

গম্ভীরের বাড়িতে করোনা থাবা, আইসোলেশনে বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার

  • |

করোনায় কাঁপছে দেশ। আনলক পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে রেল যোগাযোগ থেকে সিনেমা হল, শপিং মল খোলার মধ্যে দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করা শুরু হলেও পাল্লা দিয়ে কোভিড সংক্রমণও বাড়ছে। এর মাঝেই ক্রিকেট ফ্যানেদের জন্যে খারাপ খবর।

গৌতম গম্ভীরের বাড়িতে করোনা হানা

গৌতম গম্ভীরের বাড়িতে করোনা হানা

২০০৭ ও ২০১১, ভারতকে দুবার ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের বাড়িতে করোনা কোভিড ১৯ ভাইরাস থাবা বসিয়েছে। টুইটে গম্ভীর এদিন সেখবর জানান।

কী লিখেছেন গম্ভীর

কী লিখেছেন গম্ভীর

গম্ভীর আজ টুইটে লিখেছেন, 'বাড়িতে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। সেই কারণে নিজেকে এখন আইসোলেশনে রাখছি। কোভিড টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত আইসোলেশনেই থাকব। দেশবাসীকে করোনা প্রতিরোধে নিয়ম মেনে চলতে অনুরোধ রাখছি। '

পরিবারের কার কোভিড সংক্রমণ

পরিবারের কার কোভিড সংক্রমণ

টুইটে গৌতম গম্ভীর অবশ্য পরিবারে কার করোনা হয়েছে, সেই নিয়ে বিশেষ কিছু জানাননি। সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র তাঁর বাড়িতে করোনা ভাইরাস থাবা বসিয়েছে, এইটুকুই লিখেছেন।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা

দেশে করোনা আক্রান্তের সংখ্যা

প্রসঙ্গত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। দিল্লিতে গত ২৪ ঘন্টার করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি বড় উদ্বেগ তৈরি করেছে। দেশের রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৬৮৭২ জন নতুন করোনা আক্রান্তের হদিশ পেয়েছে প্রশাসন। যেকারণে দীপাবলিতে এবছর আতশবাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে কেজরিওয়াল সরকার।

আইপিএল ফাইনালের ইতিহাসে অবিশ্বাস্য ঈর্ষণীয় রেকর্ড রয়েছে রোহিত শর্মার

English summary
Corona update: Gautam Gambhir in Self-Isolation After Covid-19 Case Reported in His Home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X