• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মার্কিন নির্বাচন এখনও শেষ হয়নি, জো বাইডেনকে কোন হুঁশিয়ারি টিম ট্রাম্পের?

যদি বৈধ ভোট গোনা হতো তা হলে তিনিই বিজয়ী। এমনই দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প বারংবার ভিত্তহীন ভাবে নির্বাচনী কারচুপির অভিযোগ তুলে নিজের পার্টির রোষানলেও পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে এবার ট্রাম্পের প্রচারের দায়িত্বে থাকা দলের তরফে হুঁশিয়ারি দেওয়া হয় যে, নির্বাচন এখনও শেষ হয়নি।

টিম ট্রাম্পের অভিযোগ

টিম ট্রাম্পের অভিযোগ

এক টুইট বার্তায় অভিযোগ করা হয়েছে, নির্বাচন এখনও শেষ হয়নি। জো বাইডেনের জয়ের ভুল পূর্বাভাস শেষ পর্যন্ত ফলাফলে প্রতিফলিত হবে না। আমরা আত্মবিশ্বাসী যে সব ব্যালট খুঁজে বের করে আইনত বৈধ সব ভোটের গণনা হবে। জর্জিয়া ফের ভোটের ঘণনার সিদ্ধান্ত নিয়েছে। পেনসিলভেনিয়াতেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। অ্যারিজোনাতে আমরা জিতব। নেভাদাতেও আমরাই জিতব।

শুক্রবার ভোট গণনা শুরু হতেই চিত্রটা বদলে যায়

শুক্রবার ভোট গণনা শুরু হতেই চিত্রটা বদলে যায়

শুক্রবার ভোট গণনা শুরু হতেই চিত্রটা বদলে যায়। ট্রাম্পের লিড মিটিয়ে দিয়ে পেনসিলভেনিয়া এবং জর্জিয়ায় এগিয়ে যান জো বাইডেন। এদিকে একাধিক রাজ্যে ট্রাম্পের দায়ের করা মামলা ধোপে টেকেনি। এর জেরে ভোট গণনা প্রক্রিয়া বন্ধ হয়নি। যা পরিস্থিতি, তাতে মার্কিন মুলুকে নির্বাচনী নাটক প্রতি ঘণ্টার ফেরে আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

জর্জিয়ায় ফের ভোট গণনা হবে

জর্জিয়ায় ফের ভোট গণনা হবে

তবে এরই মধ্যে জর্জিয়া জানায়, যে তারা ফের ভোট গণনা করবে। এদিকে মূলত মেইল-ইন ভোট গণনা যত এগিয়েছে, তত জয়ের কাছাকাছি এসেছেন জো বাইডেন। অ্যারিজোনাতে এখনও ট্রাম্প লড়াই চালিয়ে গেলেও সেখানে বাইডেনের জয় প্রায় নিশ্চিত বলে জানাচ্ছিলেন বিশেষজ্ঞরা। এদিকে নেভাদাতেও এগিয়ে বাইডেন। যদিও সেখানে ট্রাম্প হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন।

ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভ

ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভ

এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে দিয়েছে। রাস্তায় নেমে কোথাও ভোট গণনা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে, আবার কোথাও ভোট গণনা জারি রাখার দাবি জানিয়েছে। এছাড়া জালিয়াতির ভিত্তিহীন অভিযোগও বারবার উড়ে উড়ে আসছে সেদেশে।

English summary
Election is not Over, said Trump Campaign about Georgia Recount and allegations in Pennsylvania
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X