• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনা আতঙ্কের জের,১.৭ কোটি বেজি হত্যার সিদ্ধান্ত ডেনমার্ক সরকারের

  • |

জলে বসবাসকারী বেজি প্রজাতির মিঙ্কই নাকি করোনা বহন করে পৌঁছে দিচ্ছে মানবদেহে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। আর তার জেরেই দেশজুড়ে প্রায় ১.৭ কোটি মিঙ্ক মারার সিদ্ধান্ত নিল ডেনমার্ক সরকার। ডেনমার্কের প্রধানমন্ত্রী মিট ফ্রেডেরিক্সন জানিয়েছেন, "স্বাস্থ্যমন্ত্রকের গবেষণায় উঠে এসেছে, মিঙ্কের দেহে প্রাপ্ত করোনা ভাইরাস মানবদেহের অ্যান্টিবডির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম। ফলে ডেনমার্ক তথা সারাবিশ্বের মানবজাতির কল্যাণেই এই সিদ্ধান্ত।"

কবে থেকে মাথাচাড়া দিচ্ছে নতুন এই সমস্যা ?

কবে থেকে মাথাচাড়া দিচ্ছে নতুন এই সমস্যা ?

প্রধানমন্ত্রী ফ্রেডেরিক্সনের কথায়, "জুন থেকে সংক্রামিত প্রাণীদের নিকেশ করার কাজ শুরু হয়েছে, তবুও পশুদেহে সংক্রমণ আটকানো যায়নি। মিঙ্ক সংগ্রহ করতে তাই অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।" বৃহস্পতিবার ডেনমার্ক প্রশাসন জানিয়েছে, মিঙ্ক ফার্মগুলিতে ৫টি ও মানুষের ক্ষেত্রে ১২টি কেস পাওয়া গেছে যেখানে নতুনপ্রকারের করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। আরও জানা গেছে, লকডাউনের বিধি আরও কড়া করে মূলত উত্তর ডেনমার্কের মিঙ্ক ফার্মগুলি থেকে পুলিশি সহায়তায় করোনা আক্রান্ত বেজি প্রজাতির এই প্রাণীগুলিকে বেছে নেওয়া হবে।

 মিঙ্কের হাত ধরেই কি করোনা ঢেউ?

মিঙ্কের হাত ধরেই কি করোনা ঢেউ?

মিঙ্ক ঘিরে একদিকে যখন আতঙ্ক বাড়ছে তখনই আগুনে ঘি ঢেলেছে ডেনমার্কের এক ভ্যাকসিন বিশেষজ্ঞের বক্তব্য। ডেনমার্কের স্টেট সিরাম ইনস্টিটিউটের অভিজ্ঞ বিশেষজ্ঞ অধ্যাপক কারে মোলবাক জানিয়েছেন, "মিঙ্কে যে নতুন অভিযোজিত করোনা ভাইরাস পাওয়া গেছে, তার জেরে পৃথিবীতে নতুন করে করোনার প্রকোপ শুরু হতে পারে। ফলত ভ্যাকসিন গবেষণাও আবারও নতুন করে শুরু করতে হতে পারে!" স্বভাবতই বিজ্ঞানীরা ডেনমার্ককে চিনের থেকে শিক্ষা নিয়ে সময়মত উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন।

মিঙ্ক বিতর্কে হু-এর সিলমোহর

মিঙ্ক বিতর্কে হু-এর সিলমোহর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরফে হু-এর অভিজ্ঞ ইমারজেন্সি অফিসার ক্যাথেরিন স্মলউড জানিয়েছেন, "যেহেতু এটা প্রমাণিত যে এই মিঙ্ক অভিযোজিত করোনা ভাইরাস ধারণ ও ছড়িয়ে দিতে সক্ষম, তাই বিশ্ববাসীর কাছে মিঙ্কের বেঁচে থাকা একটি আশঙ্কার বিষয়!" হু-এর আঞ্চলিক পরিচালন করতে হ্যান্স ক্লুগ জানিয়েছেন, "বিপুল অর্থনৈতিক ক্ষতি হবে জেনেও ডেনমার্ক যে এই সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য এঁদের সাধুবাদ জানাই।" এক আধিকারিক জানিয়েছেন, সময়ের সাথে ভাইরাস অভিযোজিত হবেই, আমাদেরও তাই তৈরি থাকতে হবে।

 বৃহস্পতিবার থেকে লকডাউন ডেনমার্কে

বৃহস্পতিবার থেকে লকডাউন ডেনমার্কে

এদিকে অর্থনীতির বিশাল ক্ষতি হবে জেনেও ফের লকডাউনের রাস্তায় ডেনমার্ক। বৃহস্পতিবার ডেনমার্ক প্রশাসন দেশের উত্তরভাগে কড়া লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। উত্তর ডেনমার্কেই মূলত মিঙ্ক ফার্মগুলি অবস্থিত, আর তার জেরেই এই সিদ্ধান্ত বলে খবর। প্রধানমন্ত্রী ফ্রেডেরিক্সন জানিয়েছেন, "উত্তর ডেনমার্কে ৩রা ডিসেম্বর পর্যন্ত লকডাউন থাকবে এবং অঞ্চলের ৭টি মিউনিসিপ্যালিটির সকলকেই করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।"

 ব্রিটেনের ভ্রমণ তালিকা থেকে বাদ ডেনমার্ক

ব্রিটেনের ভ্রমণ তালিকা থেকে বাদ ডেনমার্ক

ডেনমার্ক প্রশাসনের ঘোষণার পর থেকেই ডেনমার্ক নিয়ে সাবধানতা বাড়াল ব্রিটেন সরকার। ডেনমার্ক থেকে আগত সকলকেই শুক্রবার থেকে সেল্ফ-আইসলেশনে যাওয়ার নির্দেশ দিয়েছে ব্রিটেন প্রশাসন। ব্রিটেনের ভ্রমণ মন্ত্রী গ্র্যান্ট শ্যাপ্স জানিয়েছেন, "শুক্রবার সকাল ৪টের পর ডেনমার্ক থেকে ব্রিটেনে আগত সকলকেই ১৪ দিনের আইসলেশনে থাকতে হবে। নব করোনাভাইরাসের হাত থেকে বাঁচার জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আশা করি দেশবাসী সেক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।"

ভীষণ অসুস্থ ভ্লাদিমির পুতিন! রাশিয়ার মসনদ থেকে সরে দাঁড়াবেন শীঘ্রই

English summary
denmark government has decided to kill near 2 core mink due to coronavirus outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X