কবে ভারতে আসছে 'কোভিশিল্ড'! আশার কথা শোনােলন সিরাম ইনস্টিটিউটের সিইও
জানুয়ারিতেই ভারতে হাতে চলে আসবে করোনা ভাইরাসের ভ্যাকসিন। এমনই জানিয়েছেন সিরাম ইনস্টিটিউটের সিইও আর পুনাওয়ালা। তবে তার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে সময়ে অনুমোদন দিতে হবে। ব্রিটেনের অ্যাস্ট্রাজেনকার সঙ্গে যৌথ উদ্যোগে অক্সফোর্ডের গবেষকদের তৈরি করোনা ভ্যাকসিনের কাজে সহযোগিতা করছে সিরাম ইনস্টিটিউট। তার ক্লিনিকাল ট্রায়াল চলছে ভারতে। ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ড নামে আসবে বলে জানানো হয়েছে।

ভারতে ভ্যাকসিন কবে
২০২১ সােলর জানুয়ারি মাসেই ভারতের হাতে চলে আসতে পারে করোনা ভ্যাকসিন। এমনই দাবি করেছেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনেওয়ালা। তবে তার জন্য নিয়ন্ত্রক সংস্থাগুলির দ্রুত অনুমোদন জরুরি হবে বলেও জানিয়েছেন তিনি। সেটা না হলে দেরী হবে ভ্যাকসিন আসতে।

তৃতীয় পর্যায়ের ট্রায়াল
অক্সফোর্ডের গবেষকদের তৈরি করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে ভারতে। কোভিশিল্ড নামে এই ভ্যাকসিনটি ভারতে আসবে। ব্রিটিশ সংস্থা অ্যাস্ট্রাজেনকার সঙ্গে যৌথ উদ্যোগে সেই ভ্যাকসিনের উৎপাদন করবে সিরাম ইনস্টিটিউট। আদর পুনেওয়ালার এই বয়ানে একটু হলেও আশার আলো দেখছেন দেশবাসী। এই ভ্যাকসিন যথেষ্ট সুরক্ষিত বলে দাবি করেছেন তিনি। এখনও পর্যন্ত এর কোনও ক্ষতিকর প্রভাব দেখা যায়নি।

বাড়ছে করোনা
এদিকে আবার ভারতে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন দিল্লিতে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ চলছে। দৈনিক সংক্রমণ প্রায় ৭০০০-র কাছাকাছি হচ্ছে দিল্লিতে। বায়ু দূষণই তার অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে উদ্বেগে রয়েছে দিল্লি সরকার। ৩০ নভেম্বর পর্যন্ত দিল্লিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

৮৪ হাজার ছাড়াল করোনা সংক্রমণ
দৈনিক সংক্রমণ কমলেও মোট আক্রান্তের সংখ্যা ৮৪ লক্ষ পেরিয়ে গিয়েছে। লোকাল ট্রেন পরিষেবাও শুরু হয়ে যাচ্ছে একাধিক রাজ্যে। মহারাষ্ট্রে শুরু হয়ে গিয়েছে। ১১ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গেও শুরু হয়ে যাবে লোকাল ট্রেন। তাতে আরও করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন গবেষকরা। এদিকে আবার শীতেও করোনা সংক্রমণ বাড়বে বলে আগেই সতর্ক করা হয়েছে।
২০২১-কে পাখির চোখ, 'ভুল' শুধরে ফের এনআরসি নিয়ে তোড়জোড় শুরু বিজেপির