• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ফের মুম্বই ইন্ডিয়ান্সে চোট আঘাত, তারকার ক্রিকেটারের ফাইনালে নামা নিয়ে উদ্বেগ

  • |

আইপিএল ২০২০তে অভিযানে প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে দুরমুশ করে ফাইনালের টিকিট আদায় করে নিল মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফের প্রথম লড়াইয়ে ব্যাটিংয়ের পর বোলিংয়ের দাপট, যার সুবাদে দিল্লিকে ৫৭ রান হারাল মুম্বই। তবে ম্যাচ শেষে মুম্বইয়ের মহাতারকা ক্রিকেটারকে নিয়ে অবশ্য উদ্বেগ তৈরি হয়ে গেল।

ফের মুম্বই ইন্ডিয়ান্সে চোট আঘাত, মহাতারকার ফাইনালে নামা নিয়ে উদ্বেগ

বোলিংয়ের সময় কুচকিতে চোট পান ট্রেন্ট বোল্ট। যেকারণে ২ ওভারের কোটা পূর্ণ করে বোল্ট মাঠ ছাড়েন। পরবর্তী সময়ে নিজের বাকি ২ ওভার আজ পূর্ণ করতে পারেননি বোল্ট। ফলে মঙ্গলবার ১০ নভেম্বর ফাইনালে ম্যাচে মুম্বইয়ের জার্সিতে বোল্টের মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল।

সাধারণত কুচকিতে গুরুতর কোনও চোট হলে, তা সারাতে কমপক্ষে এক থেকে দুসপ্তাহ লেগে যায়। এমনটা হলে ফাইনালে বোল্টের সার্ভিস পাচ্ছে না মুম্বই। যদিও অধিনায়ক রোহিত শর্মা বোল্টকে পাওয়ার বিষয়ে আশাবাদী।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'বোল্টের সঙ্গে এখনও কথা হয়নি। যদিও ওর চোট গুরুতর নয় বলে আশা রাখছি। ফলে ফাইনালে ওকে পাবো বলে মনে হয়। এর মাঝে চার দিনের বিশ্রাম হয়েছে। আশা করি এই চার দিনের মধ্যে বোল্টে নিশ্চই সেরে উঠবে। '

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লির বিরুদ্ধে বোল্ট প্রথম ওভারের দ্বিতীয় বলে পৃথ্বী শ ও পঞ্চাম বলে অজিঙ্ক রাহানকে ০ রানে সাজঘরে ফেরান। জয়ের জন্যে ২০১ রান তাড়া করতে নেমে প্রাথমিক এই ধাক্কা কাটিয়ে উঠতে না পেরেই ম্যাচে হার দিল্লির। আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে বোল্ট ২২টি উইকেট পেয়েছেন।

English summary
Ipl 2020: news injury in MI, Trent Boult with groin injury, should be back for final, says Rohit Sharma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X