• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিজেপি ২০০-র বেশি আসন পাবে! বাংলায় মুখ্যমন্ত্রী-মুখ নিয়েও স্পষ্ট বার্তা অমিতের

বাংলায় এবার সরকার গড়বে বিজেপিই। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলা সফরে এসে স্পষ্ট বার্তা দিয়ে গেলেন অমিত শাহ। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিলেন, ২০০-র বেশি আসনে জয়ী হবে বিজেপি। তৃণমূল এবার হারছেই, বিজেপি মে মাসে বাংলার ক্ষমতায় আসবে।

মমতার বিরোধিতা করে ক্ষমতায় নয়!

মমতার বিরোধিতা করে ক্ষমতায় নয়!

অমিত শাহ বলেন, তৃণমূল বাংলার মানুষের ইচ্ছাপূরণ করতে পারেনি। তাই বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। বাংলার মানুষের সেই ইচ্ছামতোই পরিবর্তন আনবে বিজেপি। আমরা চাই না শুধু মমতার সরকারের বিরোধিতা করে বিজেপি ক্ষমতায় আসুক। আমরা চাই, বাংলার মানুষকে ভরসা দিয়ে ক্ষমতায় আসতে।

কে মুখ্যমন্ত্রী মুখ হবেন, স্পষ্ট বার্তা শাহের

কে মুখ্যমন্ত্রী মুখ হবেন, স্পষ্ট বার্তা শাহের

অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রী কে হবেন, তা ভাববেন না। কেন্দ্রীয় নেতৃত্ব বলে ঠিক করবে, আমরা মুখ্যমন্ত্রী মুখকে সামনে রেখে এই নির্বাচন লড়ব কি না, যদি মুখ্যমন্ত্রী মুখ সামনে রেখে লড়াই করা হয়, তবে কে মুখ্যমন্ত্রী মুখ হবেন, তাও ঠিক করবে শীর্ষ নেতৃত্ব। বিজেপি মুখ্যমন্ত্রী মুখ না রেখেই লড়াই করে এর আগেও সাফল্য পেয়েছে উত্তরপ্রদেশে।

সৌরভ বা শুভেন্দুই নন, অনেকেই লাইনে

সৌরভ বা শুভেন্দুই নন, অনেকেই লাইনে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী- কেন দুই নামে সীমাবদ্ধ থাকছেন। বাংলার বিজেপিতে যোগ দেওয়ার জন্য লম্বা তালিকা রয়েছে। অনেকে বিজেপিতে যোগ দেবেন তৃণমূল কংগ্রেস ছেড়ে। অন্য দল ছেড়েও বিজেপিতে আসবেন অনেকে। যাঁরা ভোট বোঝেন, তাঁদের আনতে হবে দলে। বুথকর্মীদের অবদানকে যোগ্য স্বীকৃতি দিতে হবে।

পাঁচ বছরেই সোনার বাংলা গড়বে বিজেপি

পাঁচ বছরেই সোনার বাংলা গড়বে বিজেপি

অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রী কে হবে, কে বিজেপিতে আসবেন- সেসব ভাবনা ছেড়ে আপনারা ভাবুন, সোনার বাংলা কীভাবে গড়া যায়। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সোনার বাংলা যেমন গড়তে হবে, শক্তিশালী ভারতও গড়ে তুলতে হবে। আমাদের সেই লড়াই চলবে। তার জন্যই বাংলায় পরিবর্তন আনা জরুরি। মোদীকে একটা সুযোগ দিন, পাঁচ বছরেই সোনার বাংলা গড়বে বিজেপি।

কলকাতাঃ দুদিনের সফর শেষে আত্মবিশ্বাসী অমিত শাহ, ২১ এর ভোটে ২০০ বেশী আসন পাওয়ার দাবি

বৈশাখীর ফ্রেমে বন্দি তাঁর 'পছন্দের দুই নেতা’, একজন তো শোভন, অন্যজন কে

English summary
Amit Shah gives message that BJP will win in Bengal over 200 seats in Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X