মুম্বই নয়, এই দল আইপিএলের সবচেয়ে ভয়ংকর, বললেন প্রাক্তন ক্রিকেটার
দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রান হারিয়ে আইপিএল ২০২০-র ফাইনালে ওঠা মুম্বই ইন্ডিয়ান্স খাতায় কলমে সবচেয়ে শক্তিশালী হলেও, ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদকে এই মুহূর্তে সবচেয়ে ভয়ংকর দল বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এলিমিনেটরে আজ সানরাইজার্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

কেন সবচেয়ে ভয়ংকর সানরাইজার্স
শ্রীকান্ত তাঁর কলামে লিখেছেন, 'আইপিএল ২০২০তে এই মুহূ্র্তে আগ্রাসী মনোভাবে ক্রিকেঠ খেলছে সানরাইজার্স। ওদের থামানো মুশকিল। শেষ ৩ ম্যাচ জিতে তারা দারুণভাবে প্লে অফে ঢুকে পড়ে তিন নম্বরে উঠে আসে।'

সানরাইজার্সের ব্যাটিংয়ের প্রশংসা
সেই সঙ্গে শ্রীকান্ত সানরাইজার্স দলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। প্রতিক্রিয়া শ্রীকান্ত জানিয়েছেন, 'বেয়ারস্টোকে বসিয়ে ঋদ্ধিমানকে ওপেনিংয়ে নিয়ে আসার সিদ্ধান্ত সানরাইজার্সের মাস্টারস্ট্রোক। ৩ ম্যাচে ঋদ্ধি ১৮৪ রান হাঁকিয়ে দারুণ ব্যাটিং করছেন। সেই সঙ্গে ওয়ার্নার ১৪ ম্যাচ শেষে ৫২৯ রান হাঁকিয়েছেন। দুই ব্যাটসম্যান ব্যাটে রান পেলে সানরাইজার্স বিধ্বংসী হয়ে ওঠতে পারে।'

আইপিএল ২০২০তে আরসিবির বিরুদ্ধে সানরাইজার্সের পারফর্ম্যান্স
আইপিএল ২০২০তে আরসিবির বিরুদ্ধে সানরাইজার্স লিগের প্রথম ম্যাচে ১০ রানে হেরেছিল। ফিরতি ম্যাচে ওয়ার্নারের দল কোহলিদের ৩৫ বল বাকি থাকতে ৫ উইকেটে হারায়।

শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে পারফর্ম্যান্স
শেষ বার আরসিবিকে নির্ধারিত ২০ ওভারে ১২০ রানে বেঁধে রাখে সানরাইজার্স। সন্দীপ শর্মা-জেসন হোল্ডাররা ২টি করে উইকেট নেওয়ার পাশাপাশি আঁটোসাঁটো বোলিং করে জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। পরে এই রান তাড়া করে ঋদ্ধিমান ৩৯, মনীশ ও হোল্ডারের ২৬ রানে ভর করে হাসতে হাসতে ম্যাচ জেতে সানরাইজার্স।
আইপিএল ২০২০তে কেন এত সফল মুম্বই, কেন পারে না কেকেআর, রোহিতের দলের থেকে কোথায় পিছিয়ে কলকাতা