ফের বন্যার ভ্রুকুটি তামিলনাড়ুতে, ত্রাণকার্যের জন্য যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগাম প্রস্তুতির কাজ
ফের বন্যার সম্ভাবনা তামিলনাড়ু জুড়েই। বুধবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণের জেরে ভাসছে রাজ্যের বিস্তৃর্ণ এলাকা। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টির তেজ আরও বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এমনকী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণ ভারত জুড়েই।

তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্তের জেরেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্তের জেরেই মূলত আগামী সপ্তাহ জুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। এছাড়াও সক্রিয় রয়েছে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুও। যার জেরে তামিলনাড়ু ছাড়াও কেরালার পাশ্ববর্তী দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

সমস্ত উপকূলবর্তী এলাকাতেই আগামী একমাস ধরে ভারী বর্ষণের পূর্বাভাস
তবে তামিলনাড়ু উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে চেন্নাই, সুদ্দৌলোর এবং থুথুকুডি সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তামিলনাড়ু সমস্ত উপকূলবর্তী এলাকাতেই গত বছরের তুলনায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। যার জেরে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

রাজ্যের ৪ হাজার ১৩৩টি এলাকাকে বন্যা-প্রবণ এলাকা বলে চিহ্নিত
এদিকে ২০১৫ সালের ভয়াবহ বিপর্যয়ের কথা মাথায় রেখে বর্তমানে আগাম প্রস্তুতি সেরে রাখতে চাইছে তামিলনাড়ু প্রশাসন। ত্রাণ সহ বন্যা মোকাবিলার জন্য বুধবারই একটি উচ্চ পর্যারের বৈঠক করতে দেখা যায় মন্ত্রী ও আমলাদের। ওই বৈঠকেই রাজ্যের ৪ হাজার ১৩৩টি এলাকাকে বন্যা-প্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে।

রাজ্য জুড়ে প্রস্তুত হয়েছে ৪ হাজার ৭১৪টি অস্থায়ী ত্রাণ শিবির
পাশাপাশি আরও ৩২১ টি এলাকাকে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকার তালিকায় তোলা হয়েছে বলে সরকারি সূত্রে খবর। এমনকী বন্যা দুর্গতদের জন্য ইতিমধ্যেই ৪ হাজার ৭১৪টি অস্থায়ী ত্রাণ শিবির ও উদ্ধার কেন্দ্রও তৈরি করা হয়েছে বলে খবর। বন্যা দুর্গতদের প্রাথমিক আশ্রয় কেন্দ্রের জন্য স্কুল, ম্যারেজ হল এবং কমিউনিটি হল গুলিকেই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু প্রশাসন।
প্রতীকী ছবি
অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক ফাঁস, ফেসবুক লাইভ ভাইরাল, সৌমিত্রর স্ত্রীর কীর্তিতে রুষ্ট বঙ্গ বিজেপি