• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল ২০২০-এর ফাইনালে পৌঁছে সিএসকে-র কোন রেকর্ড স্পর্শ করল রোহিতের মুম্বই!

প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে আইপিএল ২০২০-এর ফাইনালে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। একই সঙ্গে এমএস ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে স্পর্শ করে নিজেদের মুকুটে নতুন পালক যুক্ত করলেন রোহিত শর্মারা। গত বছরের স্মৃতি উস্কে আইপিএলের চলতি সংস্করণও কী নিজেদের খাতায় যোগ করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

ষষ্ঠ বার ফাইনালে মুম্বই

ষষ্ঠ বার ফাইনালে মুম্বই

এবারেরটা নিয়ে মোট ছয় বার আইপিএলের ফাইনালে পৌঁছলো মুম্বই ইন্ডিয়ান্স। যা টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড। ইতিমধ্যে চার বার আইপিএল ট্রফি জিতে এমনিতেই দৃষ্টান্ত স্থাপন করেছেন রোহিত শর্মারা। এবার তাঁদের মুকুটে নতুন পালক যুক্ত হল।

চেন্নাইকে ছুঁল মুম্বই

চেন্নাইকে ছুঁল মুম্বই

ইতিমধ্যে ছয় বার আইপিএলের ফাইনালে পৌঁছেছে মহেন্দ্র সিং ধোনি। একমাত্র দল হিসেবে এতদিন এই রেকর্ড ধরে রেখেছিল তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। সেই কৌলিন্যে এবার ভাগ বসাল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ফলে একই দ্বীপে এসে দাঁড়াল দুই দল।

পরপর দুই বছর সোজা ফাইনালে মুম্বই

পরপর দুই বছর সোজা ফাইনালে মুম্বই

চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে সরাসরি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৯ সালের আইপিএলেও একই ভাবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে পৌঁছেছিল রোহিত শর্মা অ্যান্ড কোং। টুর্নামেন্টের গত বছরের সংস্করণের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে একই দলকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মা শিবির।

আরও রেকর্ডের মুখে মুম্বই

আরও রেকর্ডের মুখে মুম্বই

চলতি আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারলে অনন্য রেকর্ড গড়বে মুম্বই ইন্ডিয়ান্স। বর্তমানে যে রেকর্ড কেবল চেন্নাই সুপার কিংসের ঝুলিতে রয়েছে। এবার চ্যাম্পিয়ন হলে পরপর দুই বছর আইপিএল খেতাব ঘরে তুলবেন রোহিত শর্মারা। এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে টানা দুই বার (২০১০, ২০১১) আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এমএস ধোনির দল। তিন বার খেতাব জিতেছে সিএসকে।

English summary
Mumbai Indians reach to the IPL final sixth time, equals Chennai Super Kings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X