জন্মদিনে বিরাটের আয়ের অঙ্ক জানুন, ধনীতমদের মধ্যে কত নম্বরে কোহলি
আজ ৩২ পূর্ণ করলেন বিরাট কোহলি। আবুধাবিতে স্ত্রী অনুষ্কা ও আরসিবি দলের সতীর্থদের সঙ্গে এদিন জমজমাট পার্টিতে জন্মদিন সেলিব্রেট করলেন বিরাট। সেই ছবি ও ভিডিও ইতিমধ্যেই বিরুষ্কা ফ্যানেদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্যদিকে জন্মদিনে আজ সোশ্যাল মিডিয়ায় বিরাটকে নিয়ে ভাইরাল তাঁর বার্ষিক আয়ের অঙ্ক। কোহলি ভক্তদের ইতিমধ্যে সেই অঙ্ক শুনে অবাক হওয়ার জোগাড়।

বছরে বিরাটের আয়ের অঙ্ক কত?
বছরে বিরাটের আয়ের অঙ্ক ১৯৭ কোটি টাকা! হ্যাঁ, ঠিকই পড়েছেন। গত এক বছরের হিসাবে দেখলে, ভারত অধিনায়ক বিরাট কোহলি ২৬ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন।

ভারতীয় মূদ্রায় কত টাকা হচ্ছে
ভারতীয় মুদ্রায় বিরাটের উপার্জন করা অর্থের পরিমাণ প্রায় ১৯৭ কোটি টাকা। অঙ্ক বলছে, বিরাট বাণিজ্যিক চুক্তি থেকে ২৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন এবং ক্রিকেট খেলে ২ মিলিয়ন ডলার আয় করেছেন।

ফোর্বসের তালিকায় টানা ২ বছর প্রথম একশোতে বিরাটে
প্রসঙ্গত ২০২০ সালে বছরের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদদের ১০০ জনের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি। ২০১৯ সালের পর ২০২০ সালেও তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে বিরাট কোহলিই স্থান পেয়েছেন। সর্বোচ্চ আয়ের নিরিখে ফোর্বসের বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বদের তালিকায় কোহলি ৬৬ নম্বরে রয়েছেন।

কত ধাপে উঠেছেন বিরাট
উল্লেখ্য গতবছর বিরাট ফোর্বসের এই তালিকায় ১০০তম স্থানে ছিলেন। ২০২০ সালে, তালিকায় ৩৪ ধাপ উঠে এসে এখন ৬৬ নম্বরে রয়েছেন কিং কোহলি। ২০২১ সালে তালিকায় প্রথম ১০০ তে থাকতে পারলে প্রথম ক্রিকেটার হিসেবে ফোর্বসের ধনীতমদের লিস্টে থাকায় হ্যাটট্রিক করেন বিরাট।
আইপিএল ২০২০-এর এলিমিনেটর জিততে যে যে ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে আরসিবি ও হায়দরাবাদ