• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অর্ণব গোস্বামীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ

  • By
  • |

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের মামলা রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করার পর আদালতে পেশ করা হলে তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিবাগের আদালতের বিচারক। বুধবার তাকে মুম্বইয়ের বাড়ি থেকে গ্রেফতার করে রায়গড় পুলিশ।

অর্ণব গোস্বামীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ

তারপর তাকে আলিগড় জেলা দায়রা আদালতে পেশ করা হয়। সেখানে তাকে এবং অপর দুই অভিযুক্ত ফিরোজ শেখ ও নীতেশ সারদাকে ১৮ নভেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

অর্ণবের তরফে জামিনের আবেদন জানানো হয়েছে। আদালত তদন্তকারী আধিকারিককে এই বিষয়ে জানতে চেয়েছে। রায়গড় পুলিশ খারাপ ব্যবহার করেছে বলে যে অভিযোগ অর্ণব করেছেন সেটাও আদালত খারিজ করে দিয়েছে বলে খবর।

অনভয় নায়েক নামে একজন আত্মহত্যা করেন ২০১৮ সালের মে মাসে। তার মৃত্যুতে প্ররোচনার অভিযোগ উঠেছিল। এইবছরের মে মাসে বর্তমান মহারাষ্ট্র সরকারের পুলিশমন্ত্রী অনিল দেশমুখ এই ঘটনায় পুনরায় তদন্তের নির্দেশ দেন। সেইমতো তদন্তে নেমে বুধবার অর্ণবকে আটক ও পরে গ্রেফতার করে আদালতে পেশ করে রায়গড় পুলিশ।

English summary
Arnab Goswami and two others sent to judicial custody for 14 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X