আইপিএল ২০২০ : সূর্য-ইশান-হার্দিকের ব্যাটে প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে ২০১ রানের লক্ষ্য মুম্বইয়ের
আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করেছে মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মা ব্যর্থ হলেও দুর্দান্ত ব্যাটিং করেন সূর্যকুমার যাদব, কুইন্টন ডি কক এবং ইশান কিষাণ। শেষ বেলায় ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়াও।

আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেছিলেন শ্রেয়স আইয়ার। শিশিরের জেরে রাতে বোলারদের পক্ষে বল গ্রিপ করা মুশকিল হবে বলে মনে করেছিলেন দিল্লির অধিনায়ক।
নেতা শ্রেয়সের সিদ্ধান্তক সম্মান জানিয়ে শুরুটা ভাল করেন রবিচন্দ্রণ অশ্বিন। শূন্য রানে রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। এরপর কুইন্টন ডি কক ও সূর্যকুমার যাদবের মধ্যে ৬২ রানের পার্টনারশিপ হয়। ২৫ বলে ৪০ রান করে আউট হন ডি কক। ৩৮ বলে ৫১ রানের দাপুটে ইনিংসে খেলে মাঠ ছাড়েন যাদব। ৩০ বলে ৫৫ রান করেন ইশান কিষাণ। ১৩ রান করেন ক্রুনাল পান্ডিয়া। ১৪ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া।
প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৩ উইকেট নিয়েছেন অভিজ্ঞ রবিচন্দ্রণ অশ্বিন। একটি করে উইকেট নিয়েছেন আনরিচ নরকিয়া ও মার্কাস স্টইনিস। উইকেট পাননি টুর্নামেন্টের সেরা বোলার কাগিসো রাবাডা। ডেথ ওভারে মুম্বইয়ের রানের বন্যা ঠেকাতে ব্যর্থ হয় শ্রেয়স আইয়ারের দল। ইনিংসের শেষ ৩ ওভার থেকে ৫৫ রান বের করেছে রোহিত শর্মা শিবির।