আইপিএল ২০২০: প্লে অফের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের অতীতের রেকর্ড একনজরে
আইপিএল ২০২০তে আজ হাইভোল্টেজ প্লে অফ মহারণ। দুবাইয়ে ১৩ তম আইপিএলের প্লে অফ পর্বের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। একনজরে প্লে অফের ইতিহাসে মুম্বই দলের অতীত পারফর্ম্যান্স কেমন পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক।

আইপিএলের ইতিহাসে কটি কোয়ালিফায়ার ম্যাচ খেলেছে মুম্বই
আইপিএল টুর্নামেন্টে ২০১০ সাল থেকে মুম্বই মোট ১১টি কোয়ারিফায়ার ম্যাচ খেলেছে। এই ১১টি কোয়ালিফায়ার ম্যাচ খেলে মুম্বই দল ছটিতে জয় ও পাঁচটি ম্যাচ হেরেছে।

এক নজরে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত কোয়ালিফায়ার ম্যাচে মুম্বইয়ের ফল
২০১০ সালে সেমিফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়েছিল মুম্বই। ২০১১ সালের প্লে অফে এরপর এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সকে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে আরসিবির বিরুদ্ধে মুম্বই হেরে বসে। ২০১২ সালে এরপর মুম্বই এলিমিনেটরে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ হেরেছিল। ২০১৩ সালে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হারলেও রাজস্থান রয়্যালসকে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়েছিল মুম্বই।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কোয়ালিফায়ারে মুম্বইয়ের পারফর্ম্যান্স
২০১৪ সালে এলিমিনেটরে চেন্নাই সুপার কিংসের কাছে মুম্বই হেরে বসেছিল। ২০১৫ সালে কোয়ালিফায়ার ১ তে মুম্বই চেন্নাইকে হারিয়েছিল। ২০১৭ সালে প্রথম কোয়ালিফায়ারে রাইজিং পুনে সুপারজায়েন্টের কাছে হারলেও কলকাতাকে হারিয়ে রোহিতের দল দ্বিতীয় কোয়ালিফায়ার জিতেছিল। ২০১৯ সালে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে মুম্বই ফাইনালে চলে যায়।

আইপিএল ট্রফি জেতার ইতিহাস
আইপিএলে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার মুম্বই চারবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৯ আইপিএল মুম্বই শেষবার চ্যাম্পিয়ন হয়। আজ দিল্লির বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার জিততে পারলে মুম্বই টানা দ্বিতীয়বারের জন্য আইপিএল ফাইনালে উঠবে।
সেনা আধিকারিকদের অবসর ও পেনশন নীতিতে আসছে বড়সড় রদবদল? জেনে নিন খুঁটিনাটি