আইপিএল ২০২০ : আরসিবি বনাম হায়দরাবাদ, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়
শুক্রবার আইপিএল ২০২০-এর অতি প্রতীক্ষিত এলিমেনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষ্যে আরও একবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে যে তুল্যমূল্য লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তারই নিরিখে দুই দলের শক্তি ও দুর্বলতা মেপে নেওয়া যাক। ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময় সম্পর্কে ধারণা নেওয়া যাক।

আরসিবি-র শক্তি ও দুর্বলতা
শক্তি : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্রধান শক্তি তাদের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সাড়ে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ভারত অধিনায়ক। পাশাপাশি এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল আরসিবি-র ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ। বোলিং বিভাগে আরসিবি-কে প্রতি ম্যাচে ভরসা জুগিয়ে চলেছেন স্পিনার যুজবেন্দ্র চাহালরা।
দুর্বলতা : বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ ও দেবদত্ত পাড়িক্কলকে বাদ দিলে আরসিবি-র ব্যাটিং বিভাগ ততটা পোক্ত নয়। একই সঙ্গে ধারাবাহিকতার অভাবও ভুগতে হচ্ছে বিরাট শিবিরকে।

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা
শক্তি : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলে রয়েছেন রশিদ খান, টি নটরাজনের মতো বোলাররাও।
দুর্বলতা : অন্যান্য দলের মতো সানরাইজার্স হায়দরাবাদ দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা কম। প্লে-অফে যা সমস্যায় ফেলতে পারে ডেভিড ওয়ার্নারদের।

ম্যাচের প্রেক্ষাপটে
অন্যান্য বারের মতো চলতি আইপিএলের এলিমিনেটরের প্রেক্ষাপট নক আউট। অর্থাৎ এই ম্যাচ জিততে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করবে। যারা হারবে, তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।

কোথায় এবং কখন ম্যাচ
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।
হায়দরাবাদ বনাম ব্যাঙ্গালোর, আইপিএলে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল? গেম চেঞ্জার কারা?