চিনে আপাতত ভারতের বিশেষ বিমান অবতরণ বন্ধ! বেজিংয়ের নয়া প্যাঁচ কোন আছিলায়
ভারতে তাদের সবচেয়ে বেশি বাণিজ্য হত দিওয়ালির সময়। এই সময় ভারতে চিনের লাইটের রমরমায় বহু চিনা সংস্থা ফুলে ফেঁপে উঠেছে। তবে ২০২০ সালে লাগদাখে চিনা আগ্রাসনের পর থেকে ভারতে কার্যত বর্জন করা হয়েছে চিনা দ্রব্য। একাধিক চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ। এমন প্রাক্ষপটে প্রতিশোধের কোন রাস্তা বেছে নিল চিন?

চিনের নয়া প্যাঁয়তারা
বৈধ ভিসা রয়েছে, রয়েছে চিনে থাকার রেজিডেন্স পারমিট, তা সত্ত্বেও চিন সরকার বহু প্রবাসী ভারতীয়কে সেদেশে ঢুকতে দিচ্ছে না। আপাতত এমন ভারতীয়দের প্রবেশ বন্ধ রেখেছে বেজিং। ফলে মনে করা হচ্ছে লাদাখ আবহে ভারতের কাছে প্রবল সংহারের পথ দেখার পরে বেজিং এমন 'প্রতিশোধ' এর রাস্তা নিয়েছে।

কোন আছিলা চিনের?
চিন জানিয়েছে, করোনা কালে ভারতে অবস্থিত চিনের দূতাবাস ভারতীয়দের ভিসার 'হেল্থ ডিক্লারেশন ফর্ম' এ শিলমোহর দেবে না। ফলে বৈধ ভিসা থাকলেও বা বসবাসের পারমিট থাকলেও এখন ভারতীয়দের চিন যাত্রা থেকে তারা বিরত রাখছে। আর এর নেপথ্যে করোনার প্রকোপের কারণ দেখানো হচ্ছে। যে করোনার দাপচ চিনেরই উহান থেকে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।

তবে রয়েছে কিছু সুযোগ
তবে চিনের দূতাবাস জানায় , যদি কারোর আপৎকালীন কোনও প্রয়োজন থাকে সেদেশ, তাহলে বিশেষ আর্জি জানিয়ে চিনে যাওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রও কিছু নিয়ম ও শর্ত থাকবে।

বন্ধ বিমান !
বিভিন্ন দেশে আটকে পজডা ভারতীয়দের উদ্ধরা করতে অতিমারীর আবহে দিল্লি চালু করেছে ভারতের বিশেষ আন্তর্জাতিক বিমান পরিষেবা। আর সেই বিমান আপাতত চিনের মাটিতে নামতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে চিন। চিন এই পরিষেবা সাময়িক 'সাসপেন্ড' করছে বলে জানানো হয়েছে। একইভাবে ব্রিটেন, বেলজিয়াম, ফিলিপিন্সের ক্ষেত্রেও এই নিয়ম লাগু করেছে চিন।

আমেরিকা, ফ্রান্সের ক্ষেত্রে কোন নিয়ম?
এদিকে, আমেরিকা , ফ্রান্স ও জার্মানির বাসিন্দাদের ক্ষেত্রে একটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চেয়েছে বেজিং। চিনে বিদেশ থেকে করোনার প্রকোপ বাড়ছে বলে দাবি করে বেজিং এই নয়া পদক্ষেপ নিয়েছে।

বিপাকে পড়লেন কতজন ভারতীয়?
বেজিংয়েএর এমন ঘোষণার জেরে ভারতেরঅন্তত ১৫০০ জনব বিপাকে পড়লেন। কারণ অনেকেই জরুরি দরকারে চিনে যাওয়ার জন্য নাম নথিভূক্ত করিয়েছেন। এদিকে, এমন প্রসঙ্গ উঠতেই চিন জানাচ্ছে, যে বন্দোবস্ত নেওয়া হয়েছে, তা উপযুক্ত, ও অতিমারীর মধ্যে যথোপযুক্ত।
২০২১-এ পুজোর ছুটি টানা ১৬ দিন! কীভাবে প্ল্যান করবেন, দেখে নিন তালিকা