সরকারকে বাদ দিয়ে এজেন্সির মাধ্যমে বিরক্তের অভিযোগ! লক্ষণরেখা ছাড়াবেন না, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
লক্ষণ রেখা ছাড়াবেন না। এখানেই নির্বাচিত সরকার আছে। এক্তিয়ার অনুযায়ী কাজ করুন। এদিন প্রশাসনিক বৈঠকের পর নবান্ন থেকে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । পাশাপাশি নাম না করে বিজেপি (bjp) করোনা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এক্তিযার অনুযায়ী কাজ করুন
কেন্দ্র এক্তিয়ার না মেনেই কাজ করছে। রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে। এদিন নাম না করে নবান্নে করা সাংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাজ্যেও নির্বাচিত সরকার আছে। কেন্দ্রেরও যেমন নির্দিষ্ট এক্তিয়ার রয়েছে, রাজ্যেরও তেমনই রয়েছে। বলেন তিনি।

অফিসারদের দেওয়া হচ্ছে হুঁশিয়ারি
মুখ্যমন্ত্রী এদিন বিজেপির নাম না করেই বিভিন্ন সভা থেকে পুলিশ অফিসারদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, এমন হুঁশিয়ারির রাজনীতি ভারতের অন্য কোনও রাজ্যে হয়নি। প্রথমবার রাজীব কুমারের স্ত্রীকে ( কেন্দ্রের পদস্থ আমলা) কলকাতা থেকে বদলি করা হয় উত্তর ভারতে। সেকথাও এদিন তিনি উল্লেখ করেন। এরপরেও এরকম আরও বেশ কয়েকটি অভিযোগ তিনি তাঁর আধিকারিকদের থেকে পেয়েছেন বলে উল্লেথ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এজেন্সির মাধ্যমে বিরক্ত করা হচ্ছে
আধিকারিকদের ভিজিলেন্স এবং আয়কর বিভাগের হুঁশিয়ারির কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্য সরকারকে বাদ দিয়ে এজেন্সির মাধ্যমে বিরক্ত করা হচ্ছে। নির্বাচিত সরকারকে বাদ দিয়ে কাজ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

অফিসারদের পাশে থাকার আশ্বাস
এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক তথা পুলিশ আধিকারিকদের ভয় না পেতে বলেন। তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। রাজ্য সরকার পাশে রয়েছে। এব্যাপারে অন্য রাজ্য সরকারগুলিকেও পাশে পাওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভদ্রতা বজায় রাখুন
মুখ্যমন্ত্রী এদিন বলেন ভদ্রতা বজায় রাখুন। তিনি এব্যাপারে হিন্দিতে 'উখারকে ফেক দেঙ্গে' শব্দবন্ধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, লক্ষণ রেখা ছাড়াবেন না। মুখ্যমন্ত্রী আরও বলেন, ইচ্ছা করলেই অনেক কিছু বলতে পারেন। হিন্দিতে তারও জ্ঞান রয়েছে।

একটি দল করোনা ছড়াচ্ছে
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, একটি দল অতিমারীর নিয়ম মানছে না। মিছিল বের করছে। বিজেপির নাম না করে করোনা ছড়ানোর অভিযোগও এদিন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কে বড় হিন্দু! প্রতিযোগিতা চলছে তৃণমূল-বিজেপির, কটাক্ষ অধীরের