• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ফিল্ম পরিচালক মীরা নায়ারের ছেলে জোহরানের দাপুটে জয় আমেরিকার নির্বাচনে

ফিল্মমেকার মীরা নায়ারের নাম গত কয়েকদিন ধরে বেশ চর্চায়। কোনও রাজনৈতিক কারণে নয়, তাঁর ওয়েব সিরিজ ' অ্য়া সুটেবল বয়' এর দৌলতে তিনি রয়েছেন চর্চায়। তবে এদিন মীরা নায়ারের ছেলে জোহরান, মামদানির আমেরিকার নির্বাচনে জয় ঘিরে ফের খবরে এই প্রবাসী পরিচালক।

ফিল্ম পরিচালক মীরা নায়ারের ছেলে জোহরানের দাপুটে জয় আমেরিকার নির্বাচনে

এদিন মীরা পুত্র মামদানি নিজে টুইট করে জানান, 'এটা এখন অফিশিয়াল, আমরা জিতেছি।' নিউ ইয়র্ক স্টেস অ্য়াসেম্বলি থেকে জয়ী জোহরান মার্কিন নির্বাচনের প্রবাসী ভারতীয়দের মধ্যে অন্যতম নামী একজন প্রার্থী। নিজের টুইট বার্তায় তিনি জানান, এবার থেকে আর্তের সেবায়, উচ্চবিত্তদের কর ধার্যের দাবিতে সরব হতে চলেছেন তাঁরা। সমাজবাদের ভাবনা এদিন বারবার তাঁর বার্তায় উঠে আসে।

প্রসঙ্গত, বাইডেন পন্থী মীরা পুত্র জোহরান ড্যামোক্র্যাট প্রার্থী। ২৯ বছরে এই তরুণ তুর্কী, পেয়েছেন ৫১.২ শতাংশ ভোট। তাঁর ঝুলিতে রয়েছে ৮,৪১০ ভোট রয়েছে। এদিকে, জোহরানের জয়ে খুশি মা মীরা নায়ার। তিনি একটি টুইটে লেখেন, জোহরানের জয়ের বার্তা। পাশাপাশি তাঁর আশা ছেলের হাত ধরে এবার 'পরিবর্তন আসবে' ।

English summary
USA elections result 2020 update Son of filmmaker Mira Nair Zohran Kwame Mamdani wins election to New York
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X