পরিযায়ী সঙ্কট থেকে বেকারত্ব, শেষ দফার নির্বচনের আগে মোদি-নীতীশকে তুলোধনা রাহুলের
প্রথম ও দ্বিতীয় দফার পর এবার দ্বিতীয় দফার নির্বাচনের আগেও চড়ছে পারদ। এদিকে বিহারের প্রথমদফার নির্বাচনের আগে প্রচার পর্বের সময় শেষ হয়ে যাওয়ার পরেও টুইটারে ভোট চেয়ে আগেই বিতর্ক জড়িয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তাতেও না দমে তৃতীয় দফার নির্বাচনের আগেও ফের মোদী-নীতিশকে একহাত নিলেন সোনিয়া পুত্র।

শেষ ৭৮টি আসনে ভোটগ্রহণ বাকী বিহারে
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৭ নভেম্বরই তৃতীয় দফার নির্বাচন শুরু হতে চলেছে বিহারে। ভোট গ্রহণ হবে ৭৮টি আসনে। এবার তার আগেই পরিযায়ী সঙ্কট, ও গোটা বিহারের ক্রমবর্ধমান বেকরত্ব নিয়ে এনডিএ জোটের দুই প্রধান নেতা নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারের তুলোধনা করলেন রাহুল গান্ধী।

পরিযায়ী সঙ্কট নিয়ে আক্রমণে রাহুল
রাহুলের সাফ জবাব, ‘করোনা সঙ্কটের সময়ে পরিযায়ী শ্রমিকদের পাশে যে নীতীশ কুমারকে বিন্দুমাত্রও দাঁড়াতে দেখা যায়নি সেই নীতীশ কুমরাই আবার এখন তাদের থেকে ভোট ভিক্ষা করছেন।' শুধু তাই নয় বিহারিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট প্রচারে এসে একের পর এক ইস্যুতে এনডিএ জোটের বিরুদ্ধে বোমা ছুঁড়তে থাকেন রাহুল।

বিহারিগঞ্জের জনসভা থেকে নীতীশ কুমারের তুলোধান রাহুলের
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি নির্বাচনে বিরোধী আরজেডি-বামেদের সঙ্গে মহাজোট থেকে ৭০টি আসনে গেরুয়া শিবিরের প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। এদিকে বিহারিগঞ্জ কেন্দ্র থেকে প্রবীণ সমাজবাদী নেতা শারদ যাদবের কন্যা সুভাষিনী যাদব লড়ছেন কংগ্রেসের টিকিটে। এদিকে এই জনসভা থেকেই বেকরত্ব প্রসঙ্গে নীতীশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা যায় রাহুল গান্ধীকে।

চাকরির কথা জিজ্ঞেস করলেই ভয় দেখানো হচ্ছে
বিহারগঞ্জে দাঁড়িয়ে জেডিইউ-বিজেপি সরকারের পূর্ববর্তী কাজকর্মের তীব্র সমালোচনা করে রাহুল বলেন, "শেষ ভোটে জেতার আগে চাকরি যে প্রতিশ্রুতি নীতীশজি দিয়েছিলেন তা পূরণে তিনি সম্পূর্ণ ভাবে ব্যর্থ। এখন রাজ্যের যুবকেরা যখন তাকে বেকারত্ব নিয়ে প্রশ্ন করলে তাদের বিভিন্ন ভাবে ভয় দেখানো হয়, এমনকী খুন পর্যন্ত করে ফেলা হচ্ছে।"

ভুট্টা ও ধানের কালোবাজারি নিয়েও নীতীশকে আক্রমণ রাহুলের
বেকারত্ব, পরিযায়ী সঙ্কট ছাড়াও চাষীদের দুরবস্থার জন্যও নীতীশ সরকারকে কাঠগড়ায় তুলতে দেখা যায় রাহুল গান্ধীকে। ভুট্টা ও ধানের কালোবাজারি নিয়েও কড়া ভাষায় আক্রমণ করতে দেখা রাহুলকে। মধ্যসত্বভোগী আর ফোড়েদের ভাঁড়ার পূর্ণ হলেও দক্ষ হাতে সরকার পরিচালনায় ব্যর্থতার কারণেই বিহারে চাষীদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে বলে মত রাহুলের।
মোদী সরকারকে 'ধাক্কা' বাম শাসিত কেরলের! সিবিআই তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত