• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মার্কিন নির্বাচনে কারচুপির অভিযোগ! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

নির্বাচন ফলাফল-আত্মবিশ্বাসী বাইডেন। এদিকে গণমনা থামাতে চেয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট পূর্ববর্তী সমীক্ষায় অনেকটাই এগিয়ে ছিলেন প্রাক্তন মার্কিন উপরাষ্ট্রপতি বাইডেন। তবে ভোট ঘণনা শুরু হতেই লড়াই হাড্ডা হাড্ডি প্রমাণিত হয়। জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প ভোট প্রক্রিয়া বন্ধ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন।

সাংবাদিক বৈঠকে যা বলেন ডোনাল্ড ট্রাম্প

সাংবাদিক বৈঠকে যা বলেন ডোনাল্ড ট্রাম্প

এদিন সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বললেন, নির্বাচনের ফলাফল অসাধারণ। আমরা নির্বাচনে জিতে গিয়েছি। তবে মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, পেনসেলভেনিয়া, এই সব রাজ্য়ে জিতে গিয়েছি আমরা। নির্বাচনে হারলে ট্রাম্প সুপ্রিমকোর্টে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

কেন এখনও বহু রাজ্যে ফলাফল ঘোষণা করা হয়নি

কেন এখনও বহু রাজ্যে ফলাফল ঘোষণা করা হয়নি

ট্রাম্প প্রশ্ন তুললেন কেন এখনও বহু রাজ্যে ফলাফল ঘোষণা করা হয়নি। তিনি বললেন যে তারা সুপ্রিম কোর্টে যাবেন গণনা বন্ধ করার জন্য। হঠাৎ করে ভোর চারটের সময় যাতে কিছু ভোট না গোনা হয়, তার জন্যেই এই ব্যবস্থা বলে তিনি জানান। উল্লেখ্য, উইসকিনসন, পেনসিলভেনিয়া, মিশিগান সহ একাধিক রাজ্যে এখনও ডাক যোগে সব ভোট এসে পৌঁছায়নি।

পেনসিলভেনিয়ার উপর নজর

পেনসিলভেনিয়ার উপর নজর

বর্তমান পরিস্থিতিতে পেনসিলভেনিয়াকে পাখির চোখ করেছেন, ট্রাম্প-বাইডেন, দুজনেই। যদিও এখনও পর্যন্ত ২০ কলেজ বিশিষ্ট পেনসিলভিনিয়াতে এগিয়ে ট্রাম্প, তবে এখানে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে সময় লাগে। কারণ ডাক যোগে ভোট এসে পৌঁছাতে এই রাজ্যে সময় লাগবে। এবং মনে করা হচ্ছে বেশিরভাগ ডেমোক্র্যাটই ডাক যোগে ভোট দিয়েছেন।

মেইল-ইন ভোট পদ্ধতির বিরুদ্ধে সরব ট্রাম্প

মেইল-ইন ভোট পদ্ধতির বিরুদ্ধে সরব ট্রাম্প

মেইল-ইন ভোট পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প একটি আগাম আভাস দিয়ে রেখেছিলেন যে তিনি নির্বাচনে হারলে তা নিয়ে সাংবিধানিক আইনি লড়াইতে নামবেন তিনি। তাই আগেভাগেই সুপ্রিমকোর্টের একজন বিচারপতির মৃত্যু হতেই, তাঁর স্থানে রিপাবলিকান হিসাবে পরিচিত এক বিচারপতিকে নিযুক্ত করেছেন। এবং বর্তমানে ৯ বিচারপতির বেঞ্চ ঝুঁকে রিপাবলিকানদের তরফে।

একাধিক রিপাবলিকান রাজ্য হাতছাড়া, সুইং স্টেটে বাজিমাত করেও হেরে যাবেন ট্রাম্প?

English summary
Donald Trump says he would go to Supreme Court to stop counting of votes after 3rd November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X