নজর এখন ৬ স্টেটের উপর, হোয়াইট হাউস দখলের দৌড়ে ট্রাম্প-বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই
টানটান উত্তেজনায় চলছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গননা। কখনও এগিয়ে যাচ্ছেন ট্রাম্প তো কখনও এগিয়ে যাচ্ছে বাইডেন। অ্যারিজোনা, ফ্লোরিডা, মিশিগান, পেন্সিলভেনিয়া, উইসকোসিন, উত্তর ক্যারোলিনা এই ছয় স্টেট নিয়েই চাপ বেশি বাইডেন আর ট্রাম্পের। যদিও ইতিমধ্যেই টেক্সাস, ফ্লোরিডায় জিতে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে চাপ বেড়েছে বাইডেনের।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের গণনা
হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমেরিকায়। ট্রাম্প ও বাইডেনের দখলে কোন স্টেট এই নিেট টানটান উত্তেজনা তৈরি হয়েছে আমেরিকায়। হোয়াইড হাউসের দৌড়ে ২৭০ আসন পেতে হবে বাইডেন অথবা ট্রাম্পকে। সেই ম্যাজিক ফিগার একবার দখল করতে পারলেই পরের চার বছরের জন্য হোয়াইট হাউস থেকে কেউ টলাতে পারবেন না তাঁদের।

এগিয়ে বাইডেন
ইলেক্টরাল ভোটের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন জো বাইডেন। ২২৭টি ইলেক্টরাল ভোট জয় করেছেন বাইডেন। ট্রাম্পের দখলে রয়েছে ২০৪টি ইলেক্টরাল ভোট। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ইলিনয়েস বাইডেনের দখলে রেখেছে বাইডেনরা। অন্যদিকে ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্কও ডেমোক্র্যাটদের দখলে। ট্রাম্পের দখলে মিসিসিপি, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা, টেক্সাস, ফ্লোরিডা, কেন্টাকি, লুইসিয়ানা, ইন্ডিয়ানা।

নজরে ৬ স্টেটের ফলাফল
অ্যারিজোনা, ফ্লোরিডা, মিশিগান, পেন্সিলভেনিয়া, উইসকোসিন, উত্তর ক্যারোলিনা এই ছয় স্টেটের ফলাফল দিকে তাকিয়ে রয়েছে দুই প্রার্থী। কারণ গত ১২ বছর ধরে এই ৬টি স্টেটের ভোটেই হোয়াই হাউসের ক্ষমতার সমীকরণ লুকিয়ে রয়েছে। সেকারণেই এই ৬টি স্টেটকে সুইং স্টেট বলা হয়ে থাকে। নির্বাচনী প্রচারেও ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রার্থীই এই ৬টি স্টেটের প্রচারেই বেশি জোর দিয়েছে।

ট্রাম্পের অভিযোগ
এদিকে আবার ট্রাম্প অভিযোগ করেছেন বাইডেনরা ভোটারদের প্রভাবিত করেছেন। ভোটে পিছিয়ে যাওয়ার জন্য ট্রম্প উত্তেজিত হয়ে পডেছেন বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন জো বাইডেন। এদিকে আবার মার্কিন নির্বাচনে ভারতের বিশেষ নজর রয়েছে। তার অন্যতম কারণ কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভুত কেউ এই প্রথম আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন।
বাইডেন বনাম ট্রাম্প, হোয়াইট হাউজের পরবর্তী বাসিন্দা কে? মার্কিন নির্বাচনে এগিয়ে কোন নেতা