গুন্ডা মস্তানদের পকেটে পুরে রাখে বিজেপি, বিকাশ দুবের প্রসঙ্গ টেনে হুঙ্কার সায়ন্তন বসুর
বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে উত্তর প্রদেশের মতো এনকাউন্টার হবে। হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রাজ্যের গুণ্ডা বদমায়েশদের এনকাউন্টার করে মারব বলে হুঙ্কার দিয়েছেন তিনি। বিকাশ দুপের মতো এনকাউন্টার হবে রাজ্যে। বলেছেন সায়ন্তন। তৃণমূল কংগ্রেসও তার জবাব দিতে ছাড়েনি। বিজেপির এটাই কালচার বলে পাল্টা আক্রমণ শানিয়েছে শাসক দল।

এনকাউন্টার হবে বাংলায়
বিজেপি নেতা সায়ন্তন বসু যোগীর রাজ্যের মতোই বাংলাতেও এনকাউন্টার করার হুঙ্কার দিয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে বিকাশ দুবের মতো এনকাউন্টার হবে রাজ্যে। হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। রাজ্যের সব গুণ্ডা বদমায়েশদের এনকাউন্টার করে মারা হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও একই ভাবে এনকাউন্টারের হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

রাজা-গজাদের বিকাশ দুবে করে দেব
বাগনানের সভা থেকে সায়ন্তন বসু বলেছেন, এখানে অনেক রাজা-গজা রয়েছে। ক্ষমতায় এলে রাজা-গজাদের বিকাশ দুবে করে দেব। উত্তর প্রদেশে বিজেপি গুণ্ডা মস্তানদের পকেটে পুরে রাখে। তারা জেল থেকে বেরোতে ভয় পায় বলে দাবি করেছেন সায়ন্তন।

পাল্টা আক্রমণ তৃণমূলের
সায়ন্তন বসুর হুমকির পাল্টা জবাব দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। বাগনানের তৃণমূল গ্রামীণ সভাপতি পুলক রায় বলেছেন, বিজেপির এটাই সংস্কৃতি। সেকারণেই ওরা মানুষের থেকে দূরে সরে যায়। বাগনানের বিধায়ক অরুণাভ সেন পাল্টা সায়ন্তনকে বিদ্রুপ করে জোকার বলেছেন।

আলিমাতা চল্লিশ চোর
এর আগে সায়ন্তন বসু মমতা সরকারকে আলিমাতা চল্লিশ চোর বলে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছেন আগে বলা হত আলিবাবা চল্লিশ চোর। এখন সেটা আলিমাতা চল্লিশ চোর হয়ে গিয়েছে। এবার থানায় তালা দেওয়া হবে। সেখানে না খেয়ে মরবে পুলিস। এর আগে রাজু বন্দ্যোপাধ্যায় পুলিসকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
শিশিরের পথ ধরেই কি বিদ্রোহী পুত্র শুভেন্দু! জল্পনার পারদ চড়ছে ইঙ্গিতবাহী মন্তব্যে