একরাত আগেই কলকাতায় আসছেন অমিত শাহ! সফরের রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা
প্রাথমিকভাবে ঠিক ছিল ৫ নভেম্বর কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(amit shah)। কিন্তু সর্বশেষ সূচি অনুযায়ী তিনি বুধবার সন্ধেয় কলকাতায় পা রাখছেন। এরপর ৫ নভেম্বর সকালে তিনি হেলিকপ্টারে যাবেন বাঁকুড়ায়। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির এই সফরে একাধিক বৈঠক ছাড়াও রয়েছে, একাধিক সৌজন্য সাক্ষাৎকারের পরিকল্পনা।

সফরসূচিতে বদল
ইতিমধ্যেই বিজেপির তরফে জানানো হয়েছে বুধবার সন্ধেয় কলকাতায় আসার পর রাতে রাজারহাটের এখ হোটেলে রাত কাটাবেন তিনি। এবছরের মার্চের পর প্রথমবার তিনি রাজ্য সফরে আসছেন।

বৃহস্পতিবারের সফরসূচি
বৃহস্পতিবার সকালে অমিত শাহ হেলিকপ্টারে যাবেন বাঁকুড়া। বাঁকুড়ার রবীন্দ্র ভবনে রাঢ়বঙ্গের জেলার প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন। বিকেলে তিনি কলকাতায় ফিরে আসবেন।

শুক্রবারের সফরসূচি
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেবেন তিনি। সেখান থেকে যাবেন পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। ইতিমধ্যেই মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়রা পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে ঘুরে এসেছেন। আরএসএস প্রধান মোহন ভাগবতও কলকাতায় এসে তাঁর বাড়িতে গিয়েছিলেন। জানা গিয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে একান্ত আলাপচারিতা সারবেন তিনি। সেখানে থেকে তিনি যাবে সল্টলেকের ইজেডসিসিতে। সেখানেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন। এরপর বিকেলের দিকে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে। শুক্রবার রাতেই তিনি কলকাতা ছাড়বেন।

বৃহস্পতি ও শুক্রবারে আদিবাসী ও মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ
বৃহস্পতিবার বাঁকুড়া বিধানসভার আম্বারঠোল এলাকায় এক আদিবাসী পরিবারের এবং শুক্রবার রাজারহাটের গৌরাঙ্গনগরে এক মতুয়া পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারার পরিকল্পনা রয়েছে অমিত শাহের। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গ দিয়েছিল আদিবাসী এবং মতুয়া ভোট। আদিবাসী ও উদ্ধাস্তুদের একটা বড় অংশের ভোট বিজেপির ঝুলিতে এসেছিল। ২০২১-এর দিকে লক্ষ্য রেখে তা হাতছাড়া করতে রাজি নয় গেরুয়া শিবির। তাই মধ্যাহ্নভোজ সারার সঙ্গে সঙ্গে পরিবারগুলির সুখ, দুঃখের কথাও তিনি শুনবেন। এছাড়াও ২০১৯-এর পরবর্তী পর্যায়ে সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই তা কার্যকর করা হবে বলে জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সজেপি নাড্ডা।
অমিত শাহের এই সফরসূচি মনে করিয়ে দেয় প্রায় ৩ বছর আগে উত্তরবঙ্গের নকশালবাড়িতে রাজু মাহালির বাড়িতে মধ্যাহ্নভোজের পর্বের কথা। সেই রাজু মাহালিকে তৃণমূল পরে তাদের দলে যুক্ত করেছিল। যদিও তারা ভোটের ফলে কিছুই করতে পারেনি।
বিলম্বিত ফলপ্রকাশ কি ২০২০ সালেই প্রথম? জেনে নিন মার্কিন নির্বাচনের ইতিহাসের খুঁটিনাটি