মরুশহরে এবার মেয়েদের টি-২০ ক্রিকেটের আসর, প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বী কারা, কখন কোথায় দেখবেন
ছেলেদের আইপিএল ২০২০-র লিগ পর্বের অভিযান শেষে মরুশহরে এবার মেয়েদের টি-২০ ক্রিকেটের আসর। আজ থেকে শারজায় শুরু চার ম্যাচের মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ টুর্নামেন্ট। প্রথম ম্যাচে সুপারনোভা বনাম ভেলোসিটির মহারণ দিয়ে আজ মেয়েদের টি-২০ মহারণের পর্দা উঠতে চলেছে।

কখন ম্যাচ দেখবেন
আবুধাবির শারজায় স্থানীয় সময় ৬ টায় এবং ভারতীয় সময় সন্ধ্যে ৭.৩০ মিনিট থেকে মহিলা ক্রিকেটের জমজমাট টি-২০ ম্যাচটি দেখা যাবে। এই ম্যাচ দিয়েই করোনা পরবর্তী সময় ভারতীয় মহিলা ক্রিকেটাররা মাঠে ফিরছেন।

হরমনপ্রীত বনাম মিতালী ডুয়েল
এই ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেটের দুই মহাতারকা হরমনপ্রীত কউর ও মিতালী রাজ মুখোমুখি হচ্ছেন। সুনারনোভা দলের নেতৃত্বের দায়িত্বে হরমনপ্রীত কউর ও ভেলোসিটি দলের নেতৃত্বের দায়িত্বে মিতালী রাজ রয়েছেন।

টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য নামছেন হরমনপ্রীতরা
এর আগে এই টুর্নামেন্টে হরমনপ্রীতরা আগে পর পর দুবার ট্রফি জিতেছেন। এবার জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে আজ লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সুপারনোভা।

কোথায় দেখবেন
শারজায় সুপারনোভা বনাম ভেলোসিটি মহারণ আজ, স্টার স্পোর্টস নেটওয়ার্কে টিভি সম্প্রচার ও হটস্টার অ্যাপে অনলাইন সম্প্রচার দেখা যাবে।
দেশেরও আগে কি আইপিল! রোহিতকে নিশানা করে সৌরভ শিবিরকে তোপ প্রাক্তনীর!