বিলম্বিত ফলপ্রকাশ কি ২০২০ সালেই প্রথম? জেনে নিন মার্কিন নির্বাচনের ইতিহাসের খুঁটিনাটি
ভোট গণনা যত এগোচ্ছে ততই চড়ছে উত্তেজনার পারদ। শুরুতে ডেমোক্র্যাট শিবিরের তরফে বেশ খানিকটা প্রত্যাশার চড়লেও দিন যত গড়াচ্ছে একাধিক রাজ্যে ভালো ফল করতে শুরু করেছে ট্রাম্পের রিপাবলিকান শিবিরও। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝেও মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫ টি প্রদেশে এখনও ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে জো বাইডেন। কিন্তু চূড়ান্ত ফলাফল কখন বেরবো সেই বিষয়ে এখনও কোনও ধারনাই পাওয়া যাচ্ছে না।

বড় চমক ছিল ২০০০ সালের নির্বাচনেও
এদিকে বিগত দু-দশকেও চিত্রটাও বেশ খানিক এক। ইতিহাসের পাতায় চোখ রাখলেও দেখা যায় ভোট পর্ব মিটলেও অন্তিম ফল বেরোতে কখনও ১০ দিন বা কখনও আবার ১ মাসেরও বেশি সময় লেগে গিয়েছিল। যেমন ২০০০ সালের নির্বাচনেই ৩রা নভেম্বর ভোট পর্ব মিটলেও প্রায় ১ মাসের বেশি সময়ে পরে ১২ ডিসেম্বর অন্তিম ফল জানা গিয়েছিল।

রদবদল দেখা যায় বিংশ শতাব্দীতেও
এমনকী এই রদবদল দেখা যায় বিংশ শতাব্দীতেও। ১৯৩৭ সালের নির্বাচনে আবার জানুয়ারির বদলে মার্চে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন শেষ হয়। ভোট গণনা শেষ না হওয়াই এই বিলম্বের প্রধান কারণ। এমনকী ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারির সময়েও আমেরিকায় নির্বাচনে স্থগিতাদেশ জারি করে সেদেশের সুপ্রিম কোর্ট।

শুক্রবারের আগে জানা যাবে না ফল ?
আর আমেরিকার নির্বাচনের এই বিলম্বিত ফলপ্রকাশের ঘরনা উনবিংশ শতাব্দীতেও জারি ছিল বলে জানাচ্ছেন ঐতিহাসিকেরা। ১৮০০ সালের নির্বাচনে ভোট পর্বের পরও টমাস জেফারসনের সঙ্গে জন অ্যাডামসের লড়াই গড়িয়েছিল প্রায় ৯ মাসেরও বেশি সময়। যদিও বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওয়াকিবহাল মহলের ধারণ ট্রাম্প-বাইডেন ভোটের চূড়ান্ত ফলাফল জানতে আমাদের শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতেই হতে পারে।

চমক রয়েছে আর কোন কোন ক্ষেত্রে ?
এদিকে শুধু ভোটের ফলপ্রকাশ নয় নির্বাচনী নির্ঘন্ট হোক বা প্রার্থী সবেতেই চমক রয়েছে চলতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। এই প্রথম কোনও অতিমারির সময়ে নির্ঘন্ট মেনে সময়েই ভোট হল আমেরিকা। রিপাবলিকান হোক বা ডেমোক্র্যাট এই প্রথম কোনও দলের দুই রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স ৭০ বছরের বেশি। ট্রাম্পের বর্তমান বয়স যেখানে ৭৪, সেখানে বাইডেনের বয়স এখন ৭৭।
ফলাফল প্রকাশের আগেই 'জয় ঘোষণা', হোয়াইট হাউজে মেয়াদ বাড়ছে ট্রাম্পের