• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাইডেন বনাম ট্রাম্প, হোয়াইট হাউজের পরবর্তী বাসিন্দা কে? মার্কিন নির্বাচনে এগিয়ে কোন নেতা

শেষ হয়েছে মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এর মাঝেই নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে মার্কিন মুলুক থেকে। এখনও বেশ কয়েকটি রাজ্যে ডাক যোগে ভোট আসতে থাকবে। এই পরিস্থিতিতে প্রাথমিক প্রবণতার নিরিখে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক প্রার্থীদের মধ্যে। এখনও পর্যন্ত ২৩৭টি ইলোকটোরাল আসনে এগিয়ে রয়েছেন জো বাইডেন। অপর দিকে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ২১৩টি ইলেকটোরাল আসনে।

মার্কিন মধ্যাঞ্চলে রিপাবলিকানদের জয়

মার্কিন মধ্যাঞ্চলে রিপাবলিকানদের জয়

নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, নেব্রাস্কা, কানসাস, ওকলাহামা, আকরানসাস, মিসিসিপ্পি, টেনেসি, মুসোরি, লুজিয়ানা, অ্যালাবামা, ইন্ডিয়ানা, ওয়ায়োমিং রাজ্যগুলিতে ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত। এই রাজ্যগুলিতে রিপাবলিকানদের জয়ের ব্যবধানও বেশ ভালো।

যে স্টেটগুলি হাতছাড়া হয় ট্রাম্পের

যে স্টেটগুলি হাতছাড়া হয় ট্রাম্পের

গত নির্বাচনে জেতা নিউ মেক্সিকো এবং কোলারাডো হাতছাড়া হতে চলেছে ট্রাম্পের। এই দুই রাজ্যেই এগিয়ে গিয়েছেন বাইডেন। এছাড়া গত নির্বাচনে জেতা মন্ট্যানা, মিনেসোটা, অ্যারিজোনাতেও বাইডেনের কাছে পিছিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আফ্রিকান-আমেরিকানদের ভোটের প্রভাবের ফলে ইলনয়িসে হারতে হবে ট্রাম্পকে। গতবার এই রাজ্য ছিল রিপাবলিকানদের দখলে।

পূর্ব উপকূলে বাইডেনের বড় জয়

পূর্ব উপকূলে বাইডেনের বড় জয়

২৯ ইলেকটোরাল কলেজ বিশিষ্ট নিউ ইয়র্কে জিতেছেন বাইডেন। এছাড়া পূর্ব উপকূলের আরও বেশ কয়েকটি রাজ্যে লিড নিয়েছেন জো বাইডেন। ভারমন্ট, ম্যাসেচুসেটস, কনেটিকাট, নিউ জার্সি, মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়াতে বিজয়ী হতে চলেছেন বাইডেন।

সুইট স্টেটে এগিয়ে ট্রাম্প

সুইট স্টেটে এগিয়ে ট্রাম্প

এদিয়ে জর্জিয়া, টেক্সাস এবং ফ্লোরিডায় বাইডেনকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পশ্চিম উপকূলের ওয়াশিংটন, অরেগন, ক্যালিফোর্নিয়ায় বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে চলেছেন ডেমোক্র্যাটদের তরফে রাষ্ট্রপতি পদ প্রার্থী জো বাইডেন।

ভোটগণনা নিয়ে চাপানউতোর বাড়ছে

ভোটগণনা নিয়ে চাপানউতোর বাড়ছে

ভোটগণনা নিয়ে ক্রমেই চাপানউতোর বাড়ছে আমেরিকায়। সেদেশের মোট ২৪ কোটি ভোটারের মধ্যে ভোট দেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন ১৯ কোটি। নির্বাচনের রাতেই সব ভোট গণনা শেষ করা সম্ভব হয় না কোনও বার। তবে প্রতি নির্বাচনেই বিজয়ী ঘোষণার মতো সংখ্যাগরিষ্ঠ ভোট কে পেয়েছেন তার স্পষ্ট চিত্র ফুটে ওঠে নির্বাচনের রাতে। তবে করোনা আবহে এবার তা সম্ভব হবে না।

মেরুকরণের নির্বাচন

মেরুকরণের নির্বাচন

মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ শুরু আগেই আগাম নির্বাচনে ১০ কোটিরও বেশি ভোটার সরাসরি এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে দিয়েছেন। বিশেষজ্ঞদের মত, গত এক শতকের মধ্যে অন্যতম সর্বোচ্চ ভোটদানের সাক্ষী থাকতে চলেছে আমেরিকা। কিন্তু পাশাপাশি এই ভোট মেরুকরণের মধ্যে দিয়ে তিক্তভাবে লড়া হচ্ছে।

বাইডেন-হ্যারিস জুটির হাত ধরে আমেরিকায় আসতে চলেছে বামপন্থা, মার্কিন নির্বাচন নিয়ে সতর্কবার্তা

English summary
Donald Trump Vs Joe Biden, Who leads US Presidential Election 2020 results
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X