• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চিনের কট্টর বিরোধী আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বেজিংয়ের অন্দরে কী চলছে! একনজরে কিছু তথ্য

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চিনের সংঘাতে বাণিজ্যগত ইস্যুকে কেন্দ্র করে। এমন এক পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ২০২০ নিয়ে চিনের অন্দর আমেরিকা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। চিনের সোশ্যাল মিডিয়ায় চলছে নানান মতবাদ। এদিকে, বেজিংয়ের অন্দরে কী ঘটছে দেখা যাক।

 চিনের অন্দরে মার্কিন নির্বাচন নিয়ে সমীক্ষা

চিনের অন্দরে মার্কিন নির্বাচন নিয়ে সমীক্ষা

এদিকে চিনের অন্দরে মার্কিন নির্বাচন নিয়ে যা সমীক্ষা উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে, তারা চাইছে যে ট্রাম্পই আসুক মসনদে। যদিও জিনপিংকে কেন্দ্র করে ট্রাম্প একের পর এক তির দেগেছে, তবুও ট্রাম্পই মার্কিন মসনদ দখল করবেন বলে দাবি তুলেছেন চিনের বহু সমীক্ষক।

মার্কিন নির্বাচন নিয়ে চিনের সোশ্যাল মিডিয়া

মার্কিন নির্বাচন নিয়ে চিনের সোশ্যাল মিডিয়া

মার্কিন নির্বাচন নিয়ে চিনের একের পর এক সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত তথ্য এসেছে তাতে দেখা গিয়েছে, আমেরিকার নির্বাচনকে সম্পূর্ণ হাস্যকর, ও মশকরায় নিয়ে নিয়েছে চিন। যেভাবে ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বার্তা দিচ্ছেন, তাতে বেজিং মশকরার রাস্তা ছাড়েনি।

 মার্কিন চিন সংঘাত ও ট্রাম্পের ভোট যুদ্ধ

মার্কিন চিন সংঘাত ও ট্রাম্পের ভোট যুদ্ধ

মূলত, বিশেষজ্ঞদের দাবি, মার্কিন চিন সংঘাতের আবহে ট্রাম্প যে সমস্ত সিদ্ধান্ত চিনের বিরুদ্ধে নিয়েছেন, তা একই থাকবে মার্কিন মুলুকের তখতে বাইডেন এলেও। প্রসঙ্গত, ট্রাম্প গত কয়েক মাস ধরে চিন বিরোধিতার রাস্তায় গিয়ে কোভিডের জন্য বেজিংকে দুষেছেন। এছাড়াও বাণিজ্যিক সংঘাতে চিনকে তিনি একাধিকবার আক্রমণ করেছেন।

 হংকং, তাইওয়ান ও ট্রাম্প

হংকং, তাইওয়ান ও ট্রাম্প

এদিকে, গত কয়েক মাস ধরে হংকং তাইওয়ান ইস্যুতে চিন মার্কিন সংঘাত রীতিমতো উত্তেজিত পরিস্থিতির দিকে চলে যায়। তাইওয়ান ও হংকং ইস্যুতে আমেরিকা থাবা কষাতেই চিন তেতে ওঠে। শুরু হয় সংঘাত। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট এলো পরিস্থিতি কোনদিকে যাবে সেদিকে নজর সকলের।

কলকাতাঃ দীপাবলির আগে প্রদীপের বাজারে মন্দা, অর্ডার কম প্রদীপের

ট্রাম্পের দখলে থাকা মিশিগানে থাবা বসাচ্ছেন বাইডেন! কোন পথে এগিয়ে যাচ্ছে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন

English summary
How China sees US election 2020 result , here is the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X