• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

হিটম্যানকে নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেট, প্লে অফে রোহিতের বিরুদ্ধে নামার আগে কী বললেন ধাওয়ান

  • |

বৃহস্পতিবার আইপিএলের প্লে অফে প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি মুম্বই- দিল্লি। রোহিত শর্মা বনাম শ্রেয়স আইয়ারের মস্তিষ্কের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। সেই সঙ্গে প্লে অফের এই লড়াইয়ে আরেক আকর্ষণ রোহিত বনাম শিখর ধাওয়ান। দেশের জার্সিতে দুই ক্রিকেটার একসঙ্গে ওপেন করেন। সেই দুই তারকা আইপিএল মঞ্চে এক অন্যের মুখোমুখি। হ্যামস্ট্রিংয়ের চোটের পর রোহিতকে নিয়ে যখন ভারতীয় ক্রিকেটে আলোচনা তুঙ্গে তখন প্লে অফে নামার আগে এবার হিটম্যানকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন ধাওয়ান।

রোহিতকে নিয়ে কেন বিতর্ক

রোহিতকে নিয়ে কেন বিতর্ক

আইপিএল ২০২০-র মাঝে পাঞ্জাবের বিরুদ্ধে ডবল সুপার ওভারে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। চোটের গুরুত্ব বুঝে তাঁকে এরপর নির্বাচকরা অস্ট্রেলিয়া সফরে দীর্ঘ সফরের তিন সিরিজ থেকেই বাইরে রাখার সিদ্ধান্ত শুনিয়েছেন। সাদা বলের ক্রিকেটে দেশের প্রথম সারির ব্যাটসম্যানকে শুধুমাত্র চোটের কারণে দীর্ঘ সময় ধরে বাইরে রাখা নিয়ে নির্বাচকদের এই সিদ্ধান্তের উপর সমালোচনা চলছে।

ঝুঁকি নিও না, বার্তা সৌরভের

ঝুঁকি নিও না, বার্তা সৌরভের

পরে রোহিতকে নিয়ে এক বার্তার সৌরভ, দ্রুত মাঠে ফিরতে রোহিতকে অযথা ঝুঁকি না নেওয়ার পরামর্শের কথা জানানিয়েছেন। রোহিত পুরোপুরি সুস্থ থাকলে তাঁকে দলে রাখা নিয়ে নির্বাচকরা সিদ্ধান্ত পুর্নবিবেচনা করবেন বলে বিসিসিআই প্রেসিডেন্ট বার্তা দিয়েছেন।

মাঠে ফিরেছেন রোহিত

মাঠে ফিরেছেন রোহিত

এরপরই মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে ফিরেছেন রোহিত। প্রত্যাবর্তনে রোহিত যেমন বড় রান হাঁকাতে পারেননি, তেমন তার দলও সানরাইজার্সকে বড় রানের টার্গেট ছুঁড়ে দিতে না পেরে ম্যাচ হেরে বসেছে।

রোহিতকে নিয়ে কী বললেন ধাওয়ান

রোহিতকে নিয়ে কী বললেন ধাওয়ান

সামনে এবার প্লে অফের লড়াই। সেই ম্যাচে রোহিতের বিরুদ্ধে মাঠে নামার আগে হিটম্যান প্রসঙ্গে ধাওয়ান বলেন, 'রোহিত দারুণ ক্রিকেটার। কিন্তু চোটের পর ওর ব্যাটিংয়ে আগের মতো ছন্দে রয়েছে কিনা,সেই ছবিটা এখনও পরিষ্কার নয়। চোটের পর প্রত্যাবর্তনে রোহিত পুরনো ছন্দে না থাকলে তাতে দিল্লিরই সুবিধে এবং আমরা সেই সুবিধেটা নিতে চাই।'

আইপিএলের প্লে-অফে মুম্বই, দিল্লি, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর, রেকর্ডে এগিয়ে কোন শিবির

English summary
Ipl 2020: Rohit Sharma may have lost touch, says Shikhar Dhawan before Mi vs DC match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X