আইপিএল ২০২০-এর প্লে-অফে কবে কোন দলের বিরুদ্ধে কার খেলা, দেখে নিন এক নজরে
আইপিএল ২০২০-এর শেষ লিগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১০ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অনেক আগেই চলতি আইপিএলের নক আউটে পৌঁছে গিয়েছিল রোহিত শর্মা শিবির। একই সঙ্গে প্লে-অফে খেলছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। নক আউটে কোন দলের বিরুদ্ধে কার খেলা, তা দেখে নেওয়া যাক।

পয়েন্ট টেবিলের প্রথম চার দল
১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের নেট রান রেট +১.১০৭।
১৪ ম্যাচে খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের নেট রান রেট -০.১০৯।
১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের নেট রান রেট +০.৬০৮।
১৪ ম্যাচে খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদের নেট রান রেট -০.১৭২।

প্রথম কোয়ালিফারায়
৫ নভেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০ প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। যে দল জিতবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। যারা হারবে, তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে।

এলিমিনেটর
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২০-এর এলিমিনেটর ম্যাচ। সন্ধ্যা সাড়ে সাতটায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে ডেভিড ওয়ার্নােরের সানরাইজার্স হায়দরাবাদ। যে দল জিতবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। যারা হারবে, তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।

দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল
৮ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্লে-অফের দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাড়ে সাতটায় প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে এলিমিনেটর বিজয়ী দলের খেলা হবে। যারা জিতবে, তারা ফাইনাল খেলবে। প্রথম কোয়ালিফায়ার জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী দলের ফাইনাল ১০ নভেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।