• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাইডেনের সমর্থনে টুইট রিপাবলিকান সেনেটরের, হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

  • |

চলমান গণনায় দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের থেকে এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে রয়েছেন জো বাইডেন। কিন্তু বেশ কিছু বড় রাজ্যের চূড়ান্ত ফলাফল যতক্ষন না সামনে আসছে ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না। এদিকে এরই মাঝে ঘটনাচক্রে টুইটারে বাইডেনকে সমর্থন করে ট্রোলড হলেন এক রিপাবলিকান সেনেটর। যা নিয়ে হাসি-মশকরায় মেতেছে নেটিজেন মহল।

বাইডেনের সমর্থনে টুইট রিপাবলিকান সেনেটরের, হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

এদিকে ইলেকশন ডে-তে ভোট পর্ব মেটার পর ফলপ্রকাশের আগে বুধবার ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। আর তারই মাঝে এই 'অঘটন’ ঘটিয়ে বিপাকে পড়লেন ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর ম্যাক্রো রুবিও। তার টুইট পোস্টেই নীল জলস্রোতের ছবি দিয়ে ২০১৬ সালের ভোট প্রসঙ্গ টেনে আনেন তিনি। ওই পোস্টেই আশার কথা শুনিয়ে তাকে বলতে দেখা যায় কী ভাবে গত নির্বাচনে এই রাজ্যে ঘুরে দাঁড়িয়েছিল রিপাবলিকানরা। কিন্তু পোস্টের সঙ্গে থাকা নীল সমুদ্রের জিআইএফ কারণেই ট্রোলড হয়ে যান তিনি।

ওই পোস্ট টুইটের পরে তা অনেকেই #BLUEWAVE2020 হ্যাশ ট্যাগে রিটুইট করতে থাকেন। সহজ ভাষায় বলতে গেলে আমেরিকার রাজনীতির ময়দানে নীল রঙ ডেমোক্র্যাটিক পার্টির সূচক। সেখানে রিপাপলিকান সেনেটরের এই পোস্ট বিশেষ ইঙ্গিত বহন করছে বলেই মনে করছে অনেকে। এমনকী ওই টুইটাবার্তাতেই ম্যাক্রো রুবি লেখেন 'ধৈর্য ধরুণন, অপেক্ষা করুন, দেখুন শেষ পর্যন্ত কী হয়’। ওয়াকবিহাল মহলের ধারনা ট্রাম্পের সম্ভাব্য পরাজয়ের আশঙ্কা করেই খুব সম্ভবত এই পোস্টটি করেছেন এই মার্কিন সেনেটর।

আমেরিকার পশ্চিম উপকূলে 'নীল' ঝড়, ২৭০-এর ম্যাজিক ফিগার থেকে কত দূর বাইডেন?

English summary
republican senator tweets support for biden in usa election trolled on social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X