• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অর্ণব গোস্বামীর গ্রেফতারি, মত প্রকাশের স্বাধীনতা হরণ বরদাস্ত হবে না, হুঙ্কার অমিত শাহের

২ বছরের পুরনো মামলায় সাত সকালে নিজের বাড়িতেই গ্রেফতার হলেন রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী। পুলিসের সঙ্গে ধস্তাধস্তির ভিডিও প্রকাশ্যে এসেছে। তারপরেই প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি নেতারা। ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্মৃতি ইরানীও ঘটনার তীব্র নিন্দা করেছেন। মত প্রকাশের স্বাধীনতা হরণ করা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন অমিত শাহ।

গ্রেফতার অর্ণব গোস্বামী

গ্রেফতার অর্ণব গোস্বামী

সাত সকালে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী। ২ বছর পুরনো মামলায় পুলিস তাঁকে গ্রেফতার করেছে বলে দাবি করা হয়েছে। অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৮ সালে ডিজাইনার অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে।

প্রতিবাদে অমিত শাহ

প্রতিবাদে অমিত শাহ

সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি অভিযোগ করেছেন মহারাষ্ট্র সরকার মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে চাইছে। সেকারণেই অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ব বাক স্বাধীনতা। সেটাই ভেঙে ফেলার চেষ্টা করছে উদ্ধব সরকার এমনই অভিযোগ করেছেন অমিত শাহ। কংগ্রেস ফের গণতন্ত্রের কণ্ঠরোধ করে দেখাল বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনা জরুরি অবস্থার কথা আমাব স্মরণ করিয়ে দিল।

সমালোচনায় নাড্ডা, স্মৃতি

সমালোচনায় নাড্ডা, স্মৃতি

অর্ণব গোস্বামীর গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। জরুরি অবস্থা চলছে মহারাষ্ট্রে আক্রমণ শানিয়ে মন্তব্য করেছেন নাড্ডা। জরুরি অবস্থার দন্য ইন্দিরা গান্ধীকে যেমন কোনওদিন ক্ষমা করেনি দেশবাসী। উদ্ধব ঠাকরের েক্ষত্রেও তাই হতে চলেছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে সমালোচনায় সরব হয়েছেন স্মৃতি ইরাণী, প্রকাশ জাভড়েকরও।

অর্ণবের পরিবারকে হেনস্থা

অর্ণবের পরিবারকে হেনস্থা

রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেফতারের সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি চলছে অর্ণব গোস্বামীর। তাঁর পরিবার ও সন্তানদের সঙ্গেও পুলিস দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন। অর্ণবের গ্রেফতারির কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও।

বাইডেন বনাম ট্রাম্প, হোয়াইট হাউজের পরবর্তী বাসিন্দা কে? মার্কিন নির্বাচনে এগিয়ে কোন নেতা

English summary
Amit Shah and JP Nadda condem Arnab Goswami arrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X