মার্কিন নির্বাচনের শুরুতেই চড়ল পারদ, ভোটগণনা নিয়ে চরম চাপানউতোর আমেরিকায়
ভোটগণনা নিয়ে ক্রমেই চাপানউতোর বাড়ছে আমেরিকায়। সেদেশের মোট ২৪ কোটি ভোটারের মধ্যে ভোট দেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন ১৯ কোটি। করোনা ভাইরাস মহামারীর কারণে এই ভোটারদের মধ্যে ১০ কোটির বেশি ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন। এই আগাম ভোটের ফল পেতে বিলম্ব হতে পারে। নির্বাচনের রাতেই সব ভোট গণনা শেষ করা সম্ভব না হলেও বিজয়ী ঘোষণার মতো সংখ্যাগরিষ্ঠ ভোট কে পেয়েছেন তা মোটামুটি জানা যায়। তবে করোনা আবহে এবার তা হয়ত সম্ভব হবে না।

ট্রাম্পের 'শর্তাবলী'
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারে নেমে ডোনাল্ড ট্রাম্প বরাবর বলেছেন যে তিনি মসৃণ এবং সুন্দর ভাবে প্রশাসনের ক্ষমতা হস্তান্তর চান। তবে সেই ক্ষেত্রেও 'শর্তাবলী' দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্পষ্ট বক্তব্য, 'এই নির্বাচনে ভোটগ্রহণ হতে হবে 'সৎ' হতে হবে।' এবং ট্রাম্পের এহেন মন্তব্যেই জল্পনা শুরু হয়েছিল বহুদিন আগে থেকেই।

আগাম আভাস দিয়ে রেখেছেন ট্রাম্প
মেইল-ইন ভোট পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প একটি আগাম আভাস দিয়ে রেখেছেন যে তিনি নির্বাচনে হারলে তা নিয়ে সাংবিধানিক আইনি লড়াইতে নামবেন তিনি। তাই আগেভাগেই সুপ্রিমকোর্টেও রিপাবলিকান হিসাবে পরিচিত বিচারপতিকে নিযুক্ত করেছেন একজন বিচারপতির মৃত্যুতে। এবং বর্তমানে ৯ বিচারপতির বেঞ্চ ঝুঁকে রিপাবলিকানদের তরফে।

ডাকযোগে দেয়া ভোটের ব্যালট পৌঁছাবে নির্বাচনের পরে
দেশটিতে এ বছর প্রায় অর্ধেক রাজ্যে ডাকযোগে দেয়া ভোটের ব্যালট পৌঁছাবে নির্বাচনের পরে। যে কারণে কিছু রাজ্যের সব ভোট গণনা শেষ করতে ৩ নভেম্বরের পরও আরও কয়েকদিন সময়ের দরকার হবে। পেনসিলভানিয়া এবং উইসকনসিনের মতো কয়েকটি রাজ্যে ভোটগণনা শেষ হতে দেরি হতে পারে এবারে।

মার্কিন নির্বাচনে কারচুপির সম্ভাবনা
পেনসিলভানিয়া এবং উইসকনসিনের মতো বেশ কয়েকটি রাজ্যে ডাক যোগে ভোট আসার শেষ তারিখ নির্বাচনের বেশ কেয়েকদিন পর পর্যন্ত নির্ধারণ করা আছে। তবে ট্রাম্পের দাবি ছিল, নির্বাচনের দিনেই এই গণনা শেষ করতে হবে। যদিও এই সংক্রান্ত মামলাতে সুপ্রিমকোর্টে হারতে হয় তাঁকে। ট্রাম্পের অভিযোগ, এই ভাবে ভোট গণনা চলতে থাকলে কারচুপির সম্ভাবনা প্রবল।

আদালতে গড়াবে নির্বাচনী লড়াই?
করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের ৪৪টি রাজ্যে ইতোমধ্যে ৩ শতাধিক নির্বাচনী আইন কার্যকর করা হয়েছে। এই ক্ষেত্রে ট্রাম্প হারলে যে তিনি বাইডেনকে মসৃণ ভাবে ক্ষমতা হস্তান্তর করবেন না, তা নিয়ে অনেকেই শঙ্কিত। এমনকি যদি নির্বাচনের মার্জিন কম হয়, সেই ক্ষেত্রে পুনর্নির্বাচনের দাবি জানাতে পারেন ট্রাম্প। সেক্ষেত্রে আদালতে গড়াবে নির্বাচনী লড়াই।
সবাইকে অবাক করে বাইডেনকে পিছনে ফেললেন ট্রাম্প! মার্কিন নির্বাচনে কোন চমকের ইঙ্গিত?