মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ : সুপারনোভাসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভেলোসিটির
করোনা ভাইরাসের আবহে মহিলাদের ২০২০ সালের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম ম্যাচে সুপারনোভাসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভেলোসিটি। শারজা ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে পরে ব্যাট করে রান তাড়া করা সুবিধা হবে মনে করেন মিতালী রাজ। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় বোলারদের সমস্যা বাড়বে বলেও মনে করেন ভেলোসিটির অধিনায়িকা।

টু্র্নামেন্টের গত ফর্ম্যাটে চ্যাম্পিয়ন হয়েছিল হরমনপ্রীত কৌরের সুপারনোভাস। রানার্স হয়েছিল মিতালী রাজের ভেলোসিটি। তাই দুই দলের মধ্যে টুর্নামেন্টের এবারের সংস্করণের প্রথম ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা সহজেই বলা যায়। দুই দলেই তারকাদের ছড়াছড়ি। ২০২০ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেশ-বিদেশের তারকারা টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
চলতি বছরের শুরুতে হওয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শূ্ন্য হাতে ফিরতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। সেই আক্ষেপ দূর করতে এবার মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জে কড়া মোকাবিলা হবে বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ওই বিশ্বকাপে খেলেন না ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেননি কিংবদন্তি মিতালী রাজ। তাই তিনিও এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ।
সুপারনোভাস : প্রিয়া পুনিয়া, চামারি আতাপাত্তু, জেমেইমা রডরিগেজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশীকলা সিরিবর্ধনে, পূজা ভাস্ত্রাকর, রাধা যাদব, পুনম যাদব, শাকিরা সেলম্যান, আয়াবংগা খাখা।
ভেলোসিটি : শাফালি বর্মা, মিতালী রাজ (অধিনায়ক), ডানি ওয়াট, ভেদা কৃষ্ণমূর্তি, সুষমা বর্মা (উইকেটরক্ষক), সুন লুস, মানালী দক্ষিণি, শিখা পান্ডে, একতা বিস্ট, লেইগ কাসপেরেক, জাহানারা আলম।