প্লে অফে মাঠে নামার আগে মুম্বই দলে ভাঙন? হঠাৎ কেন কে শত্রু, কে বন্ধু! পোস্ট পোলার্ডের
বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে আইপিএল ২০২০-র প্রথম কোয়ালিফায়ার খেলতে নামার আগে কী মুম্বই দলের অন্দরে ভাঙন! মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৫০-এর বেশি ম্যাচ খেলা তারকা বিদেশি কাইরন পোলার্ডের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে উঠে আসছে এমন ইঙ্গিত।

সানরাইজার্সের বিরুদ্ধে ১০ উইকেটে হার
লিগের শেষ ম্যাচে বুধবার সানরাইজার্সের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে বসেছে মুম্বই। ব্যাটিংয়ে দল নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৯ রান তুলতে পারে। সৌজন্যে কাইরন পোলার্ডের ২৫ বলে ৪১ রান। এই রান তাড়া করে ১০ উইকেটে ম্যাচ জিতে প্লে অফে টিকিট আদায় করে নেয় সানরাইজার্স।

কী পোস্ট করলেন পোলার্ড
ব্যাটিংয়ের পর হতশ্রী বোলিংয়ের কারণে ম্যাচ হারের পর স্বাভাবিক ভাবে প্লে অফের আগে নড়চড়ে বসেছে মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে দুবাইয়ে মুম্বইয়ের সামনে প্রতিপক্ষ দিল্লি। সেই ম্যাচে মাঠে নামার আগে কাইরন পোলার্ড সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যার অর্থ করলে দাঁড়ায়, তিনি এমন শত্রুকে মেনে নেবেন যিনি তাঁকে ঘৃণা করেন। কিন্তু এমন বন্ধুকে নয়, যে পিছন থেকে তাঁকে প্যাঁচে ফেলতে পারে!

ক্রিকেট ফ্যানেরা ধন্দে
পোলার্ডের এই পোস্টের পরই ক্রিকেট নিয়ে সরগরম পরিস্থিতি। ভারতীয় ক্রিকেটে রোহিতের চোট পাওয়া এবং পরে মাঠে ফেরায় ঝুঁকি রয়ে গেল কিনা, সেই নিয়ে সরগরম আলোচনা চলছে। তার মাঝেই এবার পোলার্ড কাকে নিয়ে এই পোস্টটি করলেন তা পরিষ্কার নয়। মুম্বইয়ে ক্যারিবিয়ান ক্রিকেটারও নির্দিষ্ট করে কাউকে নিশানা করে বলেননি। ফলে ফ্যানদের অনেকেই দলের অন্দরে ভাঙন ধরেছে কিনা, সেই জল্পনা করছেন।

আইপিএল ২০২০ ক্রিকেটার পোলার্ডের পারফর্ম্যান্স
আইপিএল ২০২০তে ১৪ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের সীমিত ওভারের অধিনায়ক ২৫৯ রান হাঁকিয়েছেন। ব্যাটে এবছর অবশ্য তিনি মাত্র ১টি অর্ধশতরান পেয়েছেন। বল হাতে সংগ্রহ ৩ উইকেট।