ডোনাল্ড ট্রাম্পের জীবনী, বিয়ের বিতর্ক থেকে রাজনৈতিক জীবন একনজরে
মার্কিন নির্বাচনে প্রতিবারই ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবন আলোচনায় চলে আসে বহুবার। শেষ বারের মার্কিন নির্বাচনে ট্রাম্পের রাজনৈতিক জীবনের থেকে বেশি আলোচিত হয়েছে তাঁর মহিলা ঘটিত নানান সম্পর্কের কথা। এদিকে, ২০২০ মার্কিন নির্বাচন ট্রাম্পের রাজনৈতিক মসনদে ব্যর্থতা নিয়ে সরগরম। একনজরে দেখে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক।

৪৫ তম মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ছোটবেলা
১৯৪৬ সালের ১৪ জুন নিউ ইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। বাবা ফ্রেড ট্রাম্পের রিয়েল এস্টেটের ব্যবসা তখন রমরমা মার্কিন মুলুকে। আর তাঁর ঘর আলো করে জন্মান ডোনাল্ড। ব্যবসায়ী পরিবারে ছোট থেকে লালিত ডোনাল্ড কৈশোর পার করতেই লাগামছাড়া জীবনের দিকে এগিয়ে যান। পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ ডোলান্ডের শিক্ষা ও ব্যক্তিগত জীবনে একবার চোখ রাখা যাক।

ট্রাম্পের শিক্ষাজীবন
সুইডিশ বংশোদ্ভূত ট্রাম্প পরিবার এককালে জার্মানির অভিবাসী ছিল। এরপর তাদের আমেরিকায় আগমন। কিউ ফরেস্ট স্কুলের সম্পত্তি পরিষদের অন্যতম তত্ত্বাবধায়ক ছিলেন ফ্রেড ট্রাম্প। আর সেখানেই ছেলে ডোনাল্ডকে ভর্তি করা হয়। এরপর ডোনাল্ড ট্রাম্প মিলিটারি অ্যাকাডেমিতে পড়াশোনা করেন।স্কুলজীবনে শেষ করে ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। হোয়ার্টন স্কুল অব বিজনেসে-র ছাত্র ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকে তিনি অর্থনীতিতে স্নাতক হন।

ট্রাম্পের রাজনৈতিক জীবন ও পর পর দলবদল
রাজনীতিতে প্রবেশ করে, বেশিদিন একটি রাজনৈতিক মতাদর্শে স্থর থাকতে পারেননি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম রাষ্ট্রপতি। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ড্যামোক্রেটিক পার্টির হয়ে। এরপর সেখানে খুব একটা মন টেকেনি তাঁর। পরবর্তীকালে ১৯৮৭ সালে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দেন । এখানেই শেষ নয়। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি রিফর্ম পার্টিতে ছিলেন। এরপর ২০০১ থেকে ২০০৯ সালে ফের তিনি ডেমোক্র্য়াট সদস্য হিসাবে রাজনীতি শুরু করেন। ততদিনে তিনি আমেরিকার কোটিপতি ব্যবসায়ী। এদিকে, ডেমোক্র্যাটিক পার্টিতে আবার তাঁর মন বসছিল না। পরে তিনি ইন্ডিপেনডেন্ট দলের নেতা হন। সেখানেও তিনি স্থায়ী হননি। এরপর ফের দলবদল ও রিবাপলিকান দলে যোগদান। শেষে ২০১৬ সালে রিবাপলিকান দলের হয়ে তিনি মার্কিন ভোট যুদ্ধ জিতে রাষ্ট্রপতি ঘোষিত হন।

ধনকুবের ট্রাম্প ও প্রথম বিয়ে
ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিয়ে হয় ইভানা জেলনিকোভার সঙ্গে। চেক আমেরিকান বংশোদ্ভুত এই সুন্দরী পেশাগতভাবে ছিলেন মডেল। ইভাঙ্কা এঁদেরই সন্তান। এছাড়াও রয়েছেন এরিক ট্রাম্প ও ট্রাম্প জুনিয়ার। ১৯৯১ সালেল এই দাম্পত্য জীবনের ইতি ঘটে।

ট্রাম্পের দ্বিতীয় বিয়ে
ট্রাম্পের বিবাহিত জীবনের মধ্যেই তাঁর সঙ্গে অভিনেত্রী মার্লা ম্যাপেলসের পরকীয়া প্রেম শুরু হয়েছিল বলে রটতে থাকে। এদিকে, ট্রাম্প বিবাহিত থাকা অবস্থায় মার্লা গর্ভবতী হন। ততদিনে মার্লাকে বিয়ে করেননি ট্রাম্প, এরপর ১৯৯৩ সালে তাঁদের বিয়ে হয়। জন্ম হয় কন্যা সন্তানের। এরপর ১৯৯৭ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।

ট্রাম্পের তৃতীয় বিয়ে
মডেল মেলানিয়া নসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তখন শুরু হয়, যখন ট্রাম্প দ্বিতীয় বিয়ের মধ্যে ছিলেন। মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের বিয়ে ২০০৫ সালে হয়। ২০০৬ সালে মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পের সন্তান উইলিয়ামের জন্ম হয়।
জো বাইডেনের জীবনী, রাজনৈতিক সফর ও ব্যক্তিগত জীবন একনজরে